মাত্র ১৯ টাকায় ধামাকাদার রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio, বন্ধ হবে না ইন্টারনেট

Jio তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে। সম্প্রতি এমনই দুটি খুবই কম দামের দুটি রিচার্জ প্ল্যান এনেছে ভারতের এই টেলিকম সংস্থা। ১৯…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

Jio তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে। সম্প্রতি এমনই দুটি খুবই কম দামের দুটি রিচার্জ প্ল্যান এনেছে ভারতের এই টেলিকম সংস্থা। ১৯ টাকা এবং ২৯ টাকার দুটি প্ল্যান রয়েছে জিও ইউজারদের জন্য। এই প্ল্যান দুটি অ্যাকটিভ করালে নেট প্রায় শেষ হবে না বললেই চলে। উভয় প্ল্যান দুটি ৫জি। তাই যারা জিওর ৫জি সার্ভিস ব্যবহার করেন তারা মাত্র ১৯ টাকায় অতিরিক্ত সার্ভিস আদায় করতে পারবেন।

Advertisements

উক্ত প্যাক দুটি আসলে ডেটা প্যাক। মূল রিচার্জ প্ল্যানের নেট শেষ হয়ে গেলে বা কম পড়লে এই প্ল্যান দুটি কাজে লাগতে পারে। মনে করা হচ্ছে এটি জিওর নতুন কোনো মার্কেটিং পলিসি। সাধারণত ১ জিবি কিংবা ২ জিবির অতিরিক্ত ডেটা রিচার্জের সুবিধা পাওয়া যেত। ১৯ টাকা এবং ২৯ টাকার প্ল্যানের ফলে আরও বেশি নেট পাবেন গ্রাহকরা। এই প্ল্যান দুটি মূলত ডেটা বুস্টার প্ল্যান।

Advertisements

Jio net pack

১৯ টাকার নতুন রিচার্জ প্ল্যান অ্যাকটিভ করলে পাবেন ১.৫ জিবি ডেটা। ৫জি সার্ভিস থাকলে পাবেন ফাইভ জি স্পিডের নেট। একই ভাবে ২৯ টাকার রিচার্জে পাবেন ফাইভ জি স্পিডের নেট। এক্ষেত্রে অতিরিক্ত ২.৫ জিবি ইন্টারনেট আপনার মূল রিচার্জ প্ল্যানের সঙ্গে যুক্ত হবে। এটা মাথায় রাখতে হবে এই প্ল্যান দুটো ডেটা বুস্টার প্যাক। অর্থাৎ, মূল রিচার্জ করানো থাকলে তবেই এই প্ল্যান দুটো সক্রিয় করা যাবে। এছাড়াও ১৫ টাকা থেকে ২২২ টাকা পর্যন্ত অতিরিক্ত নেট প্যাক জিওর অফারে পাওয়া যায়।

Advertisements