জিওর বাজেট সেভিং রিচার্জ প্ল্যান, একবার রিচার্জ করলে চলবে ৩৬৫ দিন, সঙ্গে ফ্রি ইন্টারনেট

দেশের এক নম্বর টেলিকম সংস্থা জিও প্রায় দিনই তার ব্যবহারকারীদের জন্য নতুন অফার সরবরাহ করে থাকে। দেশের অন্যান্য টেলিকম কোম্পানি বিভিন্ন প্ল্যান বাজারে আনলেও সেটা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

দেশের এক নম্বর টেলিকম সংস্থা জিও প্রায় দিনই তার ব্যবহারকারীদের জন্য নতুন অফার সরবরাহ করে থাকে। দেশের অন্যান্য টেলিকম কোম্পানি বিভিন্ন প্ল্যান বাজারে আনলেও সেটা জিওকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট নয়। যার ফলে সাধারণ মানুষ এখনও জিওর দিকে ঝুঁকছে। সম্প্রতি জিও নিয়ে এসেছে আরও একটি দারুণ অফার। এই প্ল্যানের সাহায্যে বার বার রিচার্জ করার ঝামেলা দূর হবে অচিরে।

Advertisements

আমরা জিওর যে প্ল্যানের কথা বলছি তার মূল্য ১ হাজার ৫৫০ টাকা। প্রথমে শুনলে এটি আপনার কাছে কিছুটা ব্যয়বহুল মনে হতে পারে। তবে আপনি যদি এটি একটি মাসিক পরিকল্পনার সাথে তুলনা করেন তাহলে বুঝতে পারবেন এই রিচার্জ প্ল্যান কতটা সস্তা। এই প্ল্যানের বিশেষ বিষয় হল, একবার রিচার্জ করলে ৩৩৬ দিনের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন।

Advertisements

জিও-র ১৫৫৯ টাকার রিচার্জের পর ১১ মাসের জন্য ২৪ ঘণ্টা যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং করা যাবে। এই প্ল্যানে পূর্ণ মেয়াদের জন্য ২৪ জিবি ডেটা প্রদান করছে। অর্থাৎ আপনি এক মাসে প্রায় ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। যাদের কম ডেটা প্রয়োজন তাদের জন্য এই প্ল্যানটি খুবই উপকারী। বিনামূল্যে কলিং এবং ডেটার পাশাপাশি জিও এই প্ল্যানে ব্যবহারকারীদের ৩ হাজার ৬০০ টি ফ্রি এসএমএসও পাওয়া যাবে।

Jio

এর পাশাপাশি আপনি জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউডের সাবস্ক্রিপশনের মতো বেশ কিছু সুবিধাও পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার এলাকায় যদি জিও ৫জি নেটওয়ার্ক থাকে, তাহলে আপনিও এই প্ল্যানে ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন।

Advertisements