Joy e-bike: 100KM রেঞ্জ সহ দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু, আপনি বুক করেছেন তো?

বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে সাধারণ মানুষদের কাছে ইলেকট্রিক পণ্যের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে। আর এই ইলেকট্রিক পণ্যের মধ্যে মানুষের প্রথম পছন্দের তালিকায় জায়গা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে সাধারণ মানুষদের কাছে ইলেকট্রিক পণ্যের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে। আর এই ইলেকট্রিক পণ্যের মধ্যে মানুষের প্রথম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ইলেকট্রিক স্কুটার। বর্তমানে ভারতের প্রত্যেকটি পরিবারে একটি ইলেকট্রিক স্কুটার মৌলিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে। বাজারে স্কুটারের চাহিদার কথা বিবেচনায় রেখে বর্তমানে একাধিক গাড়ি নির্মাণ কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল চালিত গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে।

Advertisements

বর্তমানে ভারতের সাধারণ নাগরিকদের কাছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা তুঙ্গে থাকার কারণে ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি তাদের জয় ই-বাইকের আওতায় Mihos নামের ইলেকট্রিক স্কুটার বিক্রি শুরু করেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, কয়েক মাস আগে জয় ই-বাইক তাদের নতুন ইলেকট্রিক স্কুটার বুকিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। এবার গ্রাহকদের চাহিদা মত সেই ইলেকট্রিক স্কুটার ডেলিভারি করার কাজও শুরু করেছে কোম্পানিটি।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, কোম্পানিটি প্রথমে গুজরাত এবং মহারাষ্ট্রে তাদের 150 ইউনিট ইলেকট্রিক স্কুটার ডেলিভারি করবে। এরপর ধীরে ধীরে ভারতের অন্য রাজ্য গুলো থেকে বুকিং পাওয়া অর্ডার গুলি ডেলিভারি করবে ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি। বর্তমানে ভারতবর্ষে এই কোম্পানিটির প্রায় 600 স্বীকৃত শোরুম রয়েছে।

যদি Mihos ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এই স্কুটারে ১৫০০ ওয়াটের বিশাল মোটর ব্যবহার করা হয়েছে। যা স্কুটারকে ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সাহায্য করে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটি পূর্ণ চার্জে 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। আমরা আপনাদের জানিয়ে রাখি, কম দামে ভারতীয় বাজারে প্রাপ্ত এই ইলেকট্রিক স্কুটারটি এখন পর্যন্ত 19,000 বুকিং পেয়েছে।

Advertisements