Kawasaki W175: কিলার লুকে বাজারে এলো Kawasaki W175, নিদ্রাহীন রাত কাটাচ্ছেন বাইক প্রেমীরা

বর্তমানে ভারতীয় বাজারে একটি বিরাট অংশ দখল করে রয়েছে রয়েল এনফিল্ড। ড্যাসিং লুক এবং দূর্দান্ত ফ্যাশনের জন্য তরুণ-তরুণীদের কাছে ভারতীয় এই গাড়িটি হয়ে উঠেছে অত্যন্ত…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে একটি বিরাট অংশ দখল করে রয়েছে রয়েল এনফিল্ড। ড্যাসিং লুক এবং দূর্দান্ত ফ্যাশনের জন্য তরুণ-তরুণীদের কাছে ভারতীয় এই গাড়িটি হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয়। তবে সম্প্রতি রয়েল এনফিল্ডের বাজারে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জাপানের শীর্ষস্থানীয় টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান Kawasaki। ভারতের বাজারে রেট্রো লুকে তাদের নতুন Kawasaki W175 কুল বাইক লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের নতুন এই বাইকটি Royal Enfield Hunter 350 এবং TVS Ronin 225 গাড়ির সাথে প্রতিযোগিতা করবে ভারতীয় বাজারে।

Advertisements

যদি Kawasaki W175 বাইকের দূর্দান্ত ফির্চাসের কথা বলি সেক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে রাখি, Kawasaki ভারতের বাজারে রেট্রো লুকে তাদের নতুন Kawasaki W175 কুল বাইক লঞ্চ করতে চলেছে। এছাড়া দুর্দান্ত এই বাইকে টিয়ার-ড্রপ স্টাইলের ফুয়েল ট্যাঙ্ক সহ গোলাকার হেডলাইট, স্কয়ারিশ সাইড প্যানেলের মত সুবিধা লক্ষ্য করা যাবে। গাড়িটি ভারতীয় বাজারে Ebony Black এবং Special Edition Red এর মত দুটি কালারে পাওয়া যাবে।

Advertisements

এছাড়া দুর্দান্ত Kawasaki W175 বাইকের ইঞ্জিন সম্পর্কে যদি বলি, তবে এই বাইকে একটি 177cc এয়ার-কুলড, একক-সিলিন্ডার ইঞ্জিন দেখা যাবে। তাছাড়া ইঞ্জিনটি সর্বোচ্চ 12.8 Bhp শক্তি এবং 13.2 নিউটন টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। পাশাপাশি ইঞ্জিনটি 5-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাছাড়া দুর্দান্ত এই গাড়িটিতে স্পিডোমিটার, ওডোমিটার এবং ট্রিপ ইন্ডিকেটরের মত অত্যাধুনিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। যেটি Kawasaki W175 মডেলের গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলবে গ্রাহকদের কাছে বলে মনে করছেন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Advertisements