প্রায় 4 বছর ধরে Hero কোম্পানি থেকে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ালো গাড়ি নির্মাণ কোম্পানি Honda। দুর্দান্ত ফির্চাস সহ কিলার লুকে নতুন বাইক লঞ্চ করেছে এই কোম্পানিটি। স্বল্প মূল্যে ভারতীয় বাজারে এটাই হতে চলেছে সেরা বাইক বলে দাবি করেছে কোম্পানিটি। পাশাপাশি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Honda SP 125 বাইকটি লঞ্চ হওয়ার পর থেকেই Honda SP 125 2.0 মডেল নিয়ে কাজ করা শুরু করেছে তারা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, Honda SP 125 গাড়িটির কিছু দুর্দান্ত ফির্চাস-
যখন একটি বাইকের ফির্চাস সম্পর্কে আলোকপাত করা হয় তখন সবার প্রথম যে বিষয়টি সামনে আসে সেটি হল গাড়িটির ইঞ্জিন। যেকোনো বাইকের ইঞ্জিন কতটা শক্তিশালী, সেটি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন গ্রাহকরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, নতুন Honda SP 125 গাড়িটিতে 124cc শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যে ইঞ্জিনটি 10.72bhp শক্তির পাশাপাশি 10.9Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।
বাকি সব গাড়ির মতো বৈশিষ্ট্য থাকার পাশাপাশি এই গাড়িতে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দেখতে পাবেন। এছাড়া একসাথে অধিক দূরত্ব অতিক্রম করার জন্য কোম্পানির তরফ থেকে Honda SP 125 গাড়িটিতে একটি 11 লিটারের বিশাল জ্বালানি ট্যাংক প্রদান করা হয়েছে। যদি মাইলেজের কথা বলি তবে জানলে অবাক হবেন যে, দুর্দান্ত এই গাড়িটি লিটার প্রতি তেলে 65 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। পাশাপাশি বর্তমানে ভারতীয় বাজারে গাড়িটি 10টি ভিন্ন রঙে উপলব্ধ রয়েছে। যদি দামের কথা বলি, তবে দুর্দান্ত এই গাড়িটির বিক্রয় মূল্য মাত্র 1 লাখের সামান্য বেশি।
Honda SP 125: 65kmpl মাইলেজের সাথে কিলার লুক, প্রকাশ্যে এলো Honda SP 125 বাইকের দুর্দান্ত ফির্চাস
প্রায় 4 বছর ধরে Hero কোম্পানি থেকে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ালো গাড়ি নির্মাণ কোম্পানি Honda। দুর্দান্ত ফির্চাস সহ কিলার লুকে নতুন বাইক লঞ্চ করেছে…
Published By: Saikat Sarkar |
Published On:

Advertisements
Advertisements
Advertisements