ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সেক্টর জিও এই মুহূর্তে আপনার জন্য একটি দুর্দান্ত প্লান ঘোষণা করেছে। যে প্লানের অধীনে আপনি মাত্র 75 টাকা রিচার্জ করেই পেয়ে যাবেন আনলিমিটেড কল সহ একাধিক সুবিধা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, গ্রাহকদের জন্য এই মুহূর্তে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে জিও নেটওয়ার্কে। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী দীর্ঘমেয়াদি কিংবা স্বল্পমেয়াদি রিচার্জ প্যাকেজ গ্রহণ করতে পারেন। অর্থাৎ নিজের পছন্দ অনুযায়ী প্লান গ্রহণ করতে পারেন গ্রাহকরা।
আজ আমরা আপনাদের জিওর সবচেয়ে কম দামের চেয়ে প্যাকেজটি সম্পর্কে আলোচনা করতে চলেছি, তার বিস্তারিত জানলে আজকে থেকেই জিও সিম ব্যবহার করা শুরু করবেন। যদি আমরা জিওর 75 টাকার প্লান সম্পর্কে বলি সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, এই প্লানটির মেয়াদ 23 দিন। অর্থাৎ এই 23 দিনের মধ্যে আপনি প্রতিদিন আনলিমিটেড কল, 50টি SMS এবং প্রতিদিন 100MB করে হাই স্পিড ইন্টারনেট পাবেন। তাছাড়া Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud এর সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে এই প্লানের অধীনে।
দুর্দান্ত এই প্যাকেজটি বর্তমানে জিও গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বমূল্যের বাজারে গ্রাহকদের কাছে জিওর এই প্যাকেজটি আকাশের চাঁদ হয়ে উঠেছে। আপনি চাইলে নিজের ফোনের My Jio App প্লানটি রিচার্জ করতে পারেন। পাশাপাশি আপনি Google Browser ব্যবহার করেও প্লানটি রিচার্জ করতে পারবেন। তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, জিও-র 75 টাকার এই প্লানটি শুধুমাত্র Jio Phone ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।