দ্রুত হতে পারে প্রতীক্ষার অবসান, Realme C65 সম্পর্কে জেনে নিন আরও কিছু

বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের ক্ষেত্রে রিয়েলমি, রেডমি, পোকো এবং ভিভোর মতো ব্র্যান্ডের নাম প্রায়শই মানুষের মনে আসে। আগের বছরগুলোর তুলনায় স্মার্টফোনের বাজারে অনেক পরিবর্তন দেখা গেছে।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের ক্ষেত্রে রিয়েলমি, রেডমি, পোকো এবং ভিভোর মতো ব্র্যান্ডের নাম প্রায়শই মানুষের মনে আসে। আগের বছরগুলোর তুলনায় স্মার্টফোনের বাজারে অনেক পরিবর্তন দেখা গেছে। দামের দিক থেকে সব ধরনের গ্রাহককে টার্গেট করে প্রায় দিন লঞ্চ হচ্ছে নতুন নতুন ফোন। ভিভো এবং রিয়েলমি সম্পর্কে কথা বললে, উভয় সংস্থাই তাদের সেরা দেখতে সাশ্রয়ী মূল্যের ফোনের জন্য পরিচিত। তবে দামের দিক থেকে ভিভো অনেক সময় বেশি থাকলেও রিয়েলমির বেশির ভাগ ফোন ২০ হাজারেরও কম দামে বাজারে এসেছে।

Advertisements

সম্প্রতি দুই সংস্থার আসন্ন ফোন নিয়ে ফাঁস হয়েছে তথ্য। এমন পরিস্থিতিতে জানা গিয়েছে, রিয়েলমির সি সিরিজে অন্তর্ভুক্ত হতে চলেছে রিয়েলমি সি৬৫ ৫জি। তবে ভিভোর ভি সিরিজে ভি৩০ এর নাম যুক্ত হবে। চলুন জেনে নেয়া যাক Realme C65 সিরিজের দাম থেকে দাম ও অন্যান্য তথ্য সম্পর্কে।

Advertisements

Realme C65

প্রথমত, যদি আপনি Realme C65 5G এর কথা বলেন তাহলে এটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। এই ফোনটি 5G সাপোর্ট সহ দেওয়া হবে। তথ্য অনুসারে, আগামী দিনে খুব তাড়াতাড়ি ভারতে Realme C65 5G লঞ্চ করা হতে পারে। ৪ জিবি, ৬ জিবি ও ৮ জিবি র ্যাম অপশনে দেওয়া যাবে এই সাশ্রয়ী ফোন।

দামের কথা বললে, রিয়েলিটি সি৬৫ এর দাম ১২ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে হতে পারে। Realme C65 5G মডেল নম্বর ‘RMX3782 ইন YS’ সহ দেখা গেছে। এতে বলা হয়েছে যে আসন্ন ফোনটি পার্পল রঙের বিকল্পের সাথে থাকবে। যেখানে এতে 128GB স্টোরেজ পাওয়া যাবে। এখন পর্যন্ত শুধু ফোনটি সম্পর্কে এতটুকু তথ্য জানা গেছে। আগামী দিনে আরও বিস্তারিত জানা যাবে।

Advertisements