OTT প্ল্যাটফর্মে পাওয়া যায় বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। নেট মাধ্যমে বিভিন্ন ঘরানার ওয়েব সিরিজের সন্ধানে থাকে মানুষ। গুগলে সার্চ করে কেউ খুব একটা নিরাশ হন বলে মনে হয় না। একবার সার্চ করলে পাওয়া যায় একের পর রেজাল্ট। অতিমারি সময়কাল থেকে মানুষের জীবন ধারা কিংবা পছন্দ কিছুটা বদলেছে।
মূলত লকডাউনের সময় থেকে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছিল ওয়েব সিরিজে চাহিদা। বড় পর্দায় সিনেমা দেখার উপায় নেই তখন। ভরসা কেবল ছোটো পর্দা। এই পরিস্থিতিতে মানুষের ফোনে জায়গা করে নেয় বিভিন্ন OTT প্ল্যাটফর্ম। যা আজও অনেকে ব্যবহার করেন। ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছিল বোল্ড ওয়েব সিরিজগুলো। বোল্ড ওয়েব সিরিজ। নির্মাতা বলতে এখন অনেকেই এক ডাকে বলবেন Ullu Web Series এর কথা। সেই সঙ্গে ব্যাপক জনপ্রিয় হয়েছিল Kooku।
এই Kooku তে এমন একটি ওয়েব সিরিজ রয়েছে যা একেবারে ভিন্ন স্বাদের। হাসির সঙ্গে উষ্ণ দৃশ্যের মিশেল। ওয়েব সিরিজের নাম, গুলাব জামুন। এখানে এমন একটি গোলাপ জাম মিষ্টি দেখানো হয়েছে যার মধ্যে মেশানো রয়েছে ওষুধ। এই ওষুধ যুক্ত মিষ্টি খেলে জেগে ওঠে কাম ভাব। ওয়েব সিরিজটিতে মুখ্য চরিত্রে রয়েছেন দুই নামকরা অভিনেত্রী Rajshi Verma এবং আয়েশা পাঠান। অন্য ধরনের বোল্ড ওয়েব সিরিজ দেখতে চাইলে এটি হতে পারে একটি ভালো অপশন। ওয়েব সিরিজটি নিয়ে রয়েছে মিক্সড রিভিউ। তবে দেখলে ক্ষতি নেই। ইউটিউব ট্রেলারটি আগে একবার দেখে নিন বরং।