VIDEO: স্টেজে উঠেই উদ্দাম নাচলেন যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

স্টেজে উঠে দুর্দান্ত নাচলেন এক যুবতী। তার এই অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আর হবে নাই কেন। এত…

Published By: Shreya Chatterjee | Published On:
Advertisements

স্টেজে উঠে দুর্দান্ত নাচলেন এক যুবতী। তার এই অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আর হবে নাই কেন। এত সুন্দর নাচ মানুষ তো একবার নয়, বারবার দেখেন। এই শীতকালেও ভরা স্টেজে নিচে সকলের গা দিয়ে দরদর করে ঘাম বার করে দিলেন এক যুবতী। যুবতীনাথ সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথেই একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে।

Advertisements

কালো একেবারে স্বল্প পোশাকে তাকে দেখতে ভারী ভালো লাগছে। ওইখানে যারা নাচ দেখতে গেছেন, তারা কিন্তু রীতি মতন তার নাচ দেখে উত্তেজিত হয়ে পড়েছেন, তবে শুধুমাত্র ওখানে যারা রয়েছেন তারাই নয়। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যুবতীকে দেখছেন তাদের নাচ কিন্তু এই এর মাধ্যমে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নাচের ভিডিওগুলো সর্বত্র ছড়িয়ে পড়ে, বর্তমানে এই সমস্ত নাচ দেখার জন্য আর কাউকে সেই স্পটে যেতে হয় না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নাচগুলো সকলে খুব ভালোভাবেই দেখতে পারেন।

Advertisements

রাম আসিস মিউজিক্যাল এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি পৌঁছে গেছে প্রায় সাড়ে ৬০০ মানুষের কাছে। মনে করা হচ্ছে, এই চ্যানেল টার মাধ্যমে ভিডিওটি আরও নাকি মানুষের কাছে পৌঁছে যাবে। তিন সপ্তাহ আগেই ভিডিওটি এতজন মানুষ দেখে ফেলেছেন, তাহলেই বুঝতে পারছেন ভিডিওটি কতজন মানুষ লাইক দিয়েছেন, আর একবার নয় ভিডিওটি যে বারবার মানুষ দেখবেন, তা কিন্তু নাচ দেখেই বোঝা যাচ্ছে, বর্তমানে এই ধরনের নাচের প্রবণতা কিন্তু অনেক অংশ বেড়ে গেছে, শুধুমাত্র গ্রামে গঞ্জের মানুষরাই নয় কিন্তু ফোনের মাধ্যমে শহুরে মানুষও কিন্তু এই নাচগুলো বেশ দেখেন।

Advertisements