৬৫ হাজার টাকার ল্যাপটপ পাওয়া যাচ্ছে ১২ হাজারে, ৮০% ছাড়

কোয়ালিটি তার সঙ্গে বাজেট। যে কোনো জিনিস কেনার ব্যাপারে আমাদের এটাই থাকে ক্রাইটেরিয়া । কম দামের মধ্যে ভালো জিনিস আপনি পেয়ে যাবেন Amazon থেকে। অ্যামাজনে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কোয়ালিটি তার সঙ্গে বাজেট। যে কোনো জিনিস কেনার ব্যাপারে আমাদের এটাই থাকে ক্রাইটেরিয়া । কম দামের মধ্যে ভালো জিনিস আপনি পেয়ে যাবেন Amazon থেকে। অ্যামাজনে মধ্যমধ্যে দারুণ সেল বা ছাড়ের অফার দেওয়া হয়। সব ছাড়ের কথা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছায়নি। কিন্তু জানলে একবার না কিনে পারবেন না। আজ এমনই একটা ছাড়ের কথা বলবো, যেটা শুনলে অনেকেই হয়তো চমকে যাবেন।

Advertisements

যারা নতুন ল্যাপটপ খুঁজছেন তারা অ্যামাজন রিনিউয়েড ব্র্যান্ডেড Lenovo Thinkpad T440-i5-4 GB-240 GB SSD 14-inch Laptop একবার দেখে নিতে পারেন। আপনার জন্য সেরা হতে পারে এই ল্যাপটপটি। চতুর্থ প্রজন্মের কোর আই৫ প্রসেসর, ৪ জিবি RAM, ২৪০ জিবি এসএসডি, উইন্ডোজ ৭ এবং ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এর সাথে আসে এই প্রোডাক্টটি।

Advertisements

Lenovo Thinkpad T440 এর ভারতীয় বাজার খুচরা মূল্য ৬৫ হাজার টাকা। তবে এটি অ্যামাজন রিনিউয়েডে ১২ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ আসল দামের থেকে যা আপনাকে প্রায় ৮০ শতাংশ দাম ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের কার্ডে থাকছে বাড়তি ডিসকাউন্ট অফার। কোটাক, এইচডিএফসি এবং এইচএসবিসি ক্যাশব্যাক কার্ডক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা ছাড় পাবেন।

গুরুত্বপূর্ণ তথ্য:-

Lenovo thinkpad

  • বিক্রয়কারী ব্র্যান্ড- অ্যামাজন রিনিউ
  • আসল দাম – ৬৫ হাজার টাকা।
  • কেনার দাম – ১২ হাজার ৯৯০ টাকা।
  • ছাড় – ৫২ হাজার ১০ টাকা।
  • ক্যাশব্যাক কোড অফারকারী ব্যাঙ্ক – কোটাক ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এইচএসবিসি।
  • ডিসকাউন্ট – ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
Advertisements