১৪০০ টাকা বিনিয়োগ করে পান ২৫ লক্ষ টাকা, দারুণ পলিসি এনেছে LIC

কখন কি ঘটে আগে থেকে সেটা বলা সম্ভব নয়। তাই খারাপ সময়ের জন্য ব্যাক আপ তৈরি করে রাখা বুদ্ধিমানের কাজ। অনেকেই ভবিষ্যতের কথা মাথায় রেখে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কখন কি ঘটে আগে থেকে সেটা বলা সম্ভব নয়। তাই খারাপ সময়ের জন্য ব্যাক আপ তৈরি করে রাখা বুদ্ধিমানের কাজ। অনেকেই ভবিষ্যতের কথা মাথায় রেখে জীবন বীমা করিয়ে রাখেন। বেশিরভাগ মানুষ LIC থেকে পলিসি করিয়ে রাখেন। LIC তে প্রচুর পলিসি রয়েছে। কোন পলিসি করালে বেশি লাভবান হবেন সেটা নির্ণয় করা একটু কঠিন হয়ে যায়। শুধু এজেন্টের কথায় ভরসা না করে নিজেরাও একটু পলিসি সম্পর্কে জেনে নিলে সিদ্ধান্ত নিতে সুবিধা হতে পারে। সে ব্যাপারেই আজকের এই প্রতিবেদন। এখানে লাইফ ইন্স্যুরেন্সের একটি পলিসির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল।

Advertisements

এলআইসির জীবন আনন্দ পলিসি (LIC Jeevan Anand Policy) বেশ জনপ্রিয় একটি প্ল্যান। এই পলিসিতে বিনিয়োগকারীরা ম্যাচিউরিটির পর ভালো সুবিধা পাওয়া যায়। এই পলিসিতে প্রিমিয়াম সময়কাল এবং পলিসির মেয়াদ একই। এর অর্থ হল আপনি যতক্ষণ পলিসিটি যতক্ষণ চালু রাখতে পারবেন রয়েছে ততক্ষণ অর্থ প্রদান করতে পারবেন। এই পলিসিতে ১৪০০ টাকা বিনিয়োগ করে পেতে পারেন পাবেন ২৫ লক্ষ টাকা। একই সঙ্গে এলআইসির এই পলিসিতে ২ গুণ বোনাস পাওয়া যায়। তবে দুই কালীন বোনাসের জন্য পলিসি ১৫ বছর পর্যন্ত হতে হবে।

Advertisements

একই সঙ্গে পলিসির সময় ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তি পলিসিহোল্ডারকে ১২৫ শতাংশ সুবিধা দেওয়া হয়। পলিসি শেষ হওয়ার পরে যদি পলিসিহোল্ডার মারা যায়, তবে বীমা কৃত অর্থের সমান পরিমাণ অর্থ পাওয়া যাবে। এই পলিসিতে ন্যূনতম ১ লক্ষ টাকার বীমা পরিমাণ রয়েছে এবং সর্বাধিক বীমা পরিমাণের কোনও সীমা নেই। এই পলিসিতে ৪ জন রাইডার রয়েছে যেমন দুর্ঘটনাজনিত মৃত্যু ও প্রতিবন্ধী রাইডার, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, নিউ ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার এবং নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার ইত্যাদি। এই প্ল্যান গুলো ৫ বছর, ১০ বছর এবং ১৫ বছরের জন্য নেওয়া যেতে পারে। এতে বিনিয়োগকারীরা কর ছাড়ের সুবিধা নিতে পারবেন।

Lic

আপনি যদি ৩৫ বছর বয়সে ৫ লক্ষ টাকার বীমা পেয়ে থাকেন তাহলে আপনার বার্ষিক প্রিমিয়াম হবে ১৬৩০০ টাকা। জমা করা প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক হিসেবে প্রদান করা যেতে পারে। এর মধ্যে উক্ত সময়কালীন পলিসিতে মোট ৫.৭০ লক্ষ টাকা জমা দিতে হবে। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে প্রায় ১৪০০ টাকা জমা দেন, তাহলে মেয়াদপূর্তিতে পাবেন ২৫ লক্ষ টাকা। এতে আপনার বেসিক বীমার পরিমাণ হবে ৫ লক্ষ টাকা। এ ছাড়া ৮.৬০ লক্ষ টাকা রিভিশনারি বোনাস এবং ১১.৫০ লক্ষ টাকার চূড়ান্ত অতিরিক্ত বোনাস দেওয়া হবে।

Advertisements