LML Electric Scooter: খুব অল্প টাকায় LML ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে বাজারে, খুলতে চলেছে 50টি ডিলারশিপ

ভারতের ইলেকট্রিক স্কুটার নির্মাণ কোম্পানি LML তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এদিন কোম্পানির তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের ইলেকট্রিক স্কুটার নির্মাণ কোম্পানি LML তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এদিন কোম্পানির তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের শেষাংশে তারা গ্রাহকদের জন্য ইলেকট্রিক স্কুটার ডেলিভারির কাজ শুরু করবে। তার আগে বুকিং-এর কাজ শুরু করেছে LML। গ্রাহকদের সমস্ত স্বার্থের কথা বিবেচনা করে নতুন ইলেকট্রিক স্কুটারটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় এই গাড়ি নির্মাণ কোম্পানি।

Advertisements

কোম্পানির তরফ থেকে আরও জানানো হয়েছে, স্টার ইলেকট্রিক স্কুটার হবে তাদের প্রথম মডেল। স্কুটারটি লাল অ্যাকসেন্টের সাথে কালো এবং সাদা রঙের ডুয়াল-টোন থিমের সঙ্গে বাজারে উপলব্ধ হবে। তাছাড়া এই গাড়িতে, LED প্রজেক্টর হেডল্যাম্পের সাথে LED ডে টাইম রানিং ল্যাম্প দেওয়া হবে। স্কুটারটি 360 ডিগ্রি ক্যামেরা, হ্যাপটিক ফিডব্যাক এবং LED আলোর মতো সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

এছাড়া যদি স্কুটারটির আধুনিক বৈশিষ্ট্যের কথা বলি তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটিতে ওয়ারলেস চার্জিং সহ একটি ডিজিটাল স্ক্রিন থাকবে। তাছাড়া, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড এবং ABS ব্রেকিং সিস্টেমের মত সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

এতকিছু বৈশিষ্ট্যের মধ্যে নিশ্চয়ই আপনি জানতে আগ্রহ প্রকাশ করছেন, কেমন ধরনের ব্যাটারি গাড়িটিতে অফার করবে কোম্পানি? তবে এই প্রশ্নের উত্তরে আমরা আপনাদের জানিয়ে রাখি, কোম্পানির তরফ থেকে গাড়িটির ব্যাটারি সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই LML তাদের গাড়িটির ব্যাটারি এবং দামের বিষয়ে জানাবে তাদের গ্রাহকদের।

Advertisements