Nokia 6600 5G: Realme-Samsung এখন অতীত, নামমাত্র মূল্যে 5G স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Nokia

স্মার্টফোনের জগতে দ্রুতগতিতে এগিয়ে যেতে একের পর এক নতুন পদক্ষেপ গ্রহণ করছে ফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। অ্যান্ড্রয়েড ছেড়ে মাইক্রোসফট ফোন নির্মাণে মনোযোগ দিয়ে এক সময়…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

স্মার্টফোনের জগতে দ্রুতগতিতে এগিয়ে যেতে একের পর এক নতুন পদক্ষেপ গ্রহণ করছে ফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। অ্যান্ড্রয়েড ছেড়ে মাইক্রোসফট ফোন নির্মাণে মনোযোগ দিয়ে এক সময় বিশ্ব বাজার হারিয়েছিল কোম্পানিটি। তবে বর্তমানে গ্রাহকদের কাছে নিজেদের এন্ড্রয়েড সিস্টেম আকর্ষণীয় করে তুলতে সবচেয়ে কম দামে আধুনিক প্রযুক্তি সহ 5G স্মার্ট ফোন তুলে দিচ্ছে নোকিয়া। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত এক বছরে সর্বাধিক ফোন লঞ্চ করা কোম্পানির তালিকার গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে নোকিয়া।

Advertisements

সম্প্রতি নোকিয়া যে ফোনটি বিশ্ব বাজারে লঞ্চ করতে চলেছে আজ আমরা সেই ফোনের দুর্দান্ত ফির্চাস সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই বিশ্ববাজারে সবচেয়ে কম দামে Nokia 6600 5G মডেলের স্মার্টফোনটি লঞ্চ করবে তারা। ইতিমধ্যে ফোনটির একাধিক চোখ ধাঁধানো বৈশিষ্ট্যের কথা প্রকাশে এসেছে।

Advertisements

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, নোকিয়ার এই নতুন ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 7 প্রোটেকশনের সাথে 6.5” ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল টচ স্ক্রিন ডিসপ্লে দেখা যাবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দুর্দান্ত এই স্মার্টফোনে 7,000mAh-এর বিশাল ব্যাটারি প্যাক লক্ষ্য করা যাবে। যেটি একবার ফুল চার্জে দুইদিন পর্যন্ত ব্যাটারি ব্যাক-আপ দেবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

যদি দুর্দান্ত এই ফোনটির প্রসেসরের কথা বলি, তবে Qualcomm Snapdragon 86+ 5G প্রসেসর দেখা যাবে। তাছাড়া Android 13 সংস্করণে ফোনটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নোকিয়া। যদি ফোনটির ভেরিয়েন্টের কথা বলি, সেক্ষেত্রে দুর্দান্ত এই মোবাইলটিতে 6GB RAM+128GB STORAGE এবং 8GB RAM+256GB STORAGE লক্ষ্য করা যাবে। পাশাপাশি 64 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি 24 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে নোকিয়ার এই ফোনটিতে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, দুর্দান্ত এই স্মার্টফোনটির প্রারম্ভিক মূল্য হতে পারে 15,000 টাকার মতো।

Advertisements