OnePlus-এর দিন শেষ, 5000mAh ব্যাটারি সহ বাজার সেরা স্মার্টফোন লঞ্চ করলো Vivo

অপেক্ষার পালা শেষ করে অবশেষ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Vivo Y78m। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে আসন্ন এই 5G স্মার্টফোনের একাধিক অবিশ্বাস্য ফির্চাস। আর অবিশ্বাস্য ফিচার্স…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

অপেক্ষার পালা শেষ করে অবশেষ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Vivo Y78m। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে আসন্ন এই 5G স্মার্টফোনের একাধিক অবিশ্বাস্য ফির্চাস। আর অবিশ্বাস্য ফিচার্স প্রত্যক্ষ করার পর থেকে অনেকেই অনুমান করছেন, আগামী দিনে ভারতের বাজারে OnePlus-এর দিন শেষ হতে চলেছে। কারণ সবচেয়ে কম দামে সেরা স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Vivo। চলুন আজকের নিবন্ধে দেখে নেওয়া যাক, Vivo Y78m স্মার্টফোনের বিস্ময়কর ফির্চাস সম্পর্কে-

Advertisements

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বাজার সেরা এই স্মার্টফোন Android 13+Origin OS 3 অপারেটিং সিস্টেমের ওপর নির্ভর করে চলবে। তাছাড়া শক্তিশালী এই স্মার্ট ফোনে Mediatek Dimensity 7020 Octa-core-এর শক্তিশালী প্রসেসর সিপসেট পাবেন গ্রাহকরা। যা শুরুতেই ফোনটিকে বাজারের অন্যতম সেরা শক্তিশালী স্মার্টফোনে পরিণত করেছে।

Advertisements

এখানেই শেষ নয়, শক্তিশালী এই স্মার্টফোনে 6.64 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন গ্রাহকরা। যা 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি শক্তিশালী এই স্মার্টফোনটি 1080 x 2388 পিক্সেল রেজুলেশন সমর্থন করতে সক্ষম। যদি Vivo Y78m স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এর সাথে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও প্রদান করা হয়েছে।

আপনারা চাইলে বাজার থেকে দুটি ভেরিয়েন্টে ক্রয় করতে পারবেন এই স্মার্টফোনটি। 8GB RAM/12GB RAM এবং 128GB Storage/ 256GB Storage ভেরিয়েন্টে কিনতে পারবেন Vivo Y78m। তাছাড়া শক্তিশালী এই স্মার্টফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh এর বিশাল ব্যাটারি প্যাক দেখতে পাবেন।

Advertisements