মারকাটারি লুকে মালাইকার দাবাং নাচ, চোখ সরাতে মন চাইবে না

কয়েক দশক ধরে রুপোলি পর্দায় রাজত্ব করছেন মালাইকা অরোরা। আগের থেকে বয়স অনেকটা বেড়েছে। কিন্তু দেখে বোঝার উপায় নেই। অবশ্য নায়িকাদের বয়স কবেই বা আঁচ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কয়েক দশক ধরে রুপোলি পর্দায় রাজত্ব করছেন মালাইকা অরোরা। আগের থেকে বয়স অনেকটা বেড়েছে। কিন্তু দেখে বোঝার উপায় নেই। অবশ্য নায়িকাদের বয়স কবেই বা আঁচ করা যায়? সম্প্রতি মালাইকা অরোরার একটি নাচের ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হচ্ছে। বলিউডের জনপ্রিয় আইটেম গানে নেচে নতুন করে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন মালাইকা আরোরা।

Advertisements

বলিউডের কখনও পুরোনো না হওয়া এক আইটেম সিং মুন্নি বদনাম হুই। সালমান খান অভিনীত দাবাং সিনেমার এই গান এক সময় ঘুরতো লোকের মুখে মুখে। এখনও হয়তো অনেকে ইউটিউব থেকে গানটা একটু শুনে নেন। বলি কুইন মালাইকা অরোরা যেমন নিজের ফিটনেসের জন্য বিখ্যাত, তেমনই নাচের স্কিলের জন্য। বি টাউনে একাধিক জনপ্রিয় নাচ, আইটেম সং উপহার দিয়েছেন তিনি। তবে বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় আইটেম সং হিসেবে মানুষের মনে থেকে যাবে দাবাং সিনেমার মুন্নি বদনাম হুই।

Advertisements

ভিডিওতে মালাইকা অরোরাকে দেখা গিয়েছে একটি সিলভার কালারের চমচকে শাড়িতে। ব্যাক গ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গানটি। তার সঙ্গে মঞ্চে মালাইকার ট্রেড মার্ক ডান্স মুভজ। মুন্নি বদনাম হুই গানের ডান্স মুভজের পাশাপাশি দেখার মতো এক্সপ্রেশন দিয়েছেন বলি নায়িকা। ভাইরাল হওয়া ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের। দেখলে যেন মন ভরবে না। অনেকেই হয়তো বারবার প্লে করেছেন এই ভিডিও। রুপোলি পর্দার নায়ক নায়িকাদের নিয়ে বিতর্ক লেগেই থাকে। কিন্তু তাদের সৃষ্টির কথা কেউ কখনও ভুলে যান না।

Advertisements