আরও বড় হচ্ছে অল্টো ৮০০, দারুণ কেবিন স্পেসের সঙ্গে উন্নত সেফটি ফিচার, অন্য গাড়ির দিকে আর তাকাতে হবে

নতুন প্রজন্মের অল্টো ৮০০ হার্ড ডেক প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে। নতুন হেডল্যাম্প ও টেইল ল্যাম্পের সঙ্গে দেওয়া হচ্ছে আকর্ষণীয় লুক। সেই সঙ্গে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

নতুন প্রজন্মের অল্টো ৮০০ হার্ড ডেক প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে। নতুন হেডল্যাম্প ও টেইল ল্যাম্পের সঙ্গে দেওয়া হচ্ছে আকর্ষণীয় লুক। সেই সঙ্গে থাকছে স্পোর্টি ফ্রন্ট গ্রিল বাম্পার। গাড়ির দৈর্ঘ্য ও প্রস্থে সবচেয়ে বড় পরিবর্তন আনা হবে বলে আশা করা হচ্ছে। মারুতি অল্টো ৮০০ এর এই নতুন সংস্করণটি ২০২৩ সালের ১৮ আগস্ট মাসে লঞ্চ করা হবে। সংস্থার পক্ষ থেকে চারটি ট্রিম দেওয়া হয়েছে গ্রাহকদের। এই চারটি ট্রিম হল এসটিডি (ও), এলএক্সআই (ও), ভিএক্সআই এবং ভিএক্সআই +আই (ও) আসতে পারে।

Advertisements

নতুন অল্টোতে থাকতে চলেছে একটি বড় কেবিন স্পেস। অ্যান্ড্রয়েড অটো সহ ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কীলেস এন্ট্রি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, ড্রাইভার সাইড এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর এবং ইবিডি, এবিএসের মতো ফিচার পাওয়া যাবে এতে। এ ছাড়া স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল এবং রিয়ার পার্কিং সেন্সরের মতো অপশনও দেওয়া থাকবে গাড়িটিতে।

Advertisements

নতুন মারুতি অল্টো ৮০০-এ থাকবে অনেকগুলো আলার অপশন। সিল্কি সিলভার, আপটাউন রেড, মোজিটো গ্রিন, গ্রানাইট গ্রে, সলিড হোয়াইট এবং সেরুলিয়ান ব্লু রঙে পাওয়া যাবে গাড়িটি। এ ছাড়া সলিড হোয়াইট, গ্রানাইট গ্রে, সিজলিং রেড, স্পিডি ব্লু এবং আর্থ গোল্ড এই ছয়টি মোনোটোন রঙে পাওয়া যাবে হ্যাচব্যাকটি। জান গিয়েছে, এতে ৭৯৬ সিসির বিএস ৬ ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনটি একটি ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে। পেট্রোল ইঞ্জিনে ২২.০৫ কিমি প্রতি লিটার এবং সিএনজিতে ৩১.৫৯ কিমি প্রতি কেজি মাইলেজ দেবে নতুন অল্টো। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সঙ্গে থাকছে ভালো বুট স্পেস।

মধ্যবিত্ত পরিবারের প্রথম পছন্দ মারুতি অল্টো ৮০০। বিএস ৬ ইঞ্জিন নাইট্রোজেন অক্সাইডকে ২৫ শতাংশ কমিয়ে দিতে সক্ষম বলে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেফটি ফিচার বৃদ্ধি করানোর পাশাপাশি গাড়িটির বেস ভ্যারিয়েন্টের দাম এখন ২.৯৪ লক্ষ টাকা, এলএক্সআই মডেলের জন্য ৩.৫ লক্ষ টাকা এবং ভিএক্সআই ভ্যারিয়েন্টের দাম ৩.৭২ লক্ষ টাকা হতে চলেছে বলে মনে কড়া হচ্ছে। এর আগে অল্টো ৮০০-এর দাম শুরু হয়েছিল ২.৬৭ লক্ষ টাকা থেকে। এমন পরিস্থিতিতে নতুন অল্টোর দাম আগের চেয়ে ২২ হাজার থেকে ২৮ হাজার টাকা বেশি হতে পারে।

Advertisements