ক্রেটার কারনামা শেষ, ভারতে প্রথম এই ফিচার যুক্ত গাড়ি আনল Maruti, দিচ্ছে ব্যাপক মাইলেজ

ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি অবশেষে Maruti Suzuki Brezza CNG সংস্করণ চালু করেছে। Maruti Suzuki Brezza S-CNG ভারতে লঞ্চ হয়েছে, দাম শুরু হচ্ছে ৯.১৪…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি অবশেষে Maruti Suzuki Brezza CNG সংস্করণ চালু করেছে। Maruti Suzuki Brezza S-CNG ভারতে লঞ্চ হয়েছে, দাম শুরু হচ্ছে ৯.১৪ লক্ষ টাকা থেকে। এটি প্রথম এবং বর্তমানে একমাত্র সাব-কম্প্যাক্ট এসইউভি যা ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিট দিয়ে সাজানো রয়েছে।

Advertisements

Maruti Suzuki Brezza S-CNG জেডএক্সআই সংস্করণে রয়েছে বৈদ্যুতিক সানরুফ, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে এবং কানেক্টেড কার টেকনোলজি সহ ৭.০ ইঞ্চি স্মার্টপ্লে প্রো টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। মারুতি সুজুকি ব্রেজা এস-সিএনজি-তে থাকছে ইবিডি সহ এবিএস, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা, রিভার্স পার্কিং সেন্সর, হিল হোল্ড অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রামের এর মতো প্রচুর ফিচার।

Advertisements

মারুতি সুজুকি ব্রেজা এস-সিএনজি ২০২৩ ১.৫ লিটার প্রাকৃতিকভাবে অ্যাসপিরেটেড বায়ো-ফুয়েল ইঞ্জিন দ্বারা চালিত। এই ইঞ্জিনটি সিএনজি মোডে ১২১.৫ এনএম পিক টর্ক সহ ৮৬.৭ বিএইচপি পাওয়ার উৎপন্ন করে। পেট্রল মোডে, এই ইঞ্জিনটি ৯৯.২ বিএইচপি পাওয়ার এবং ১৩৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

Maruti Suzuki Brezza S-CNG

সংস্থার দাবি, Maruti Suzuki Brezza S-CNG এক কেজি সিএনজিতে ২৫.৫১ কিলোমিটার মাইলেজ প্রদান করে। ব্রেজা এস সিএনজি’র চারটি ভ্যারিয়েন্টের দামই যথাক্রমে – এলএক্সআই এস-সিএনজি এমটি ৯.১৪ লাখ টাকা, ভিএক্সআই এস-সিএনজি এমটি ১০.৪৯ লাখ টাকা, জেডএক্সআই এস-সিএনজি এমটি ১১.৮৯ লাখ টাকা এবং জেডএক্সআই এস-সিএনজি এমটি ডুয়াল টোন ১২.০৫ লাখ টাকা।

Advertisements