এই মুহূর্তে ভারতীয় বাজারে যে কটি বড় গাড়ি নির্মাণ কোম্পানি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম হলো Maruti Suzuki। কোম্পানিটি বিগত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে ধারাবাহিকতার সাথে নিত্য নতুন গাড়ি লঞ্চ করে চলেছে। পাশাপাশি গ্রাহকরাও Maruti Suzuki-র গাড়ি কিনে কোম্পানিটির প্রশংসাও করেছেন। তবে সম্প্রতি Maruti Suzuki-র একটি গাড়ি কিনে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। এমনকি বিগত এক বছরে মাত্র 300 ইউনিট গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছে কোম্পানিটি।
আজ আমরা মারুতির যে গাড়িটি সম্পর্কে আপনাদের জানাতে চলেছি সেটি হল Maruti Suzuki Ciaz। যে গাড়িটি 2022 সালের মার্চ মাস পর্যন্ত বিক্রি হয়েছিল প্রায় 1834 ইউনিট। তবে বিগত এক বছরে Maruti Suzuki Ciaz গাড়ির বিক্রি কমেছে 83%। আমরা আপনাদের জানিয়ে রাখি, Maruti Suzuki Ciaz কোম্পানির একটি প্রিমিয়াম সেডান গাড়ি। তবে বিক্রির নিরিখে এই গাড়িটি বর্তমানে নবম স্থানে রয়েছে।
যদি Maruti Suzuki Ciaz গাড়িটির বৈশিষ্ট্যের কথা বলি, তবে এটি একটি 1.5-লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে বাজারে উপলব্ধ রয়েছে। যা 105PS শক্তি এবং 138Nm টর্ক জেনারেট করে। এছাড়া গাড়িটিতে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে রয়েছে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP) এবং হিল-হোল্ড অ্যাসিস্ট গাড়িটিতে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD সহ ABS, পিছনের পার্কিং সেন্সর এবং ISOFIX চাইল্ড-সিট অ্যাঙ্করেজ রয়েছে। যদি এই গাড়িটির দামের কথা বলি, তবে Maruti Ciaz এর দাম 9.30 লক্ষ টাকা থেকে শুরু হয়ে 12.29 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
Maruti Suzuki: মারুতির এই গাড়ি কিনে ক্ষুব্ধ গ্রাহকরা, এখনো পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র 300 ইউনিট
এই মুহূর্তে ভারতীয় বাজারে যে কটি বড় গাড়ি নির্মাণ কোম্পানি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম হলো Maruti Suzuki। কোম্পানিটি বিগত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে…
Published By: Saikat Sarkar |
Published On:

Advertisements
Advertisements
Advertisements