দেখতে থারের মতো, দাম টাটা পাঞ্চের মতো, এক ঢিলে দুই পাখি মারতে পারে মারুতি

আজকাল বাজারে একাধিক গাড়ি লঞ্চ হচ্ছে। এমন পরিস্থিতিতে মারুতি সুজুকি নিশ্চই হাত পা গুটিয়ে বসে থাকবে না। সম্প্রতি, মারুতি একটি নতুন গাড়ি লঞ্চ করেছে যার…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আজকাল বাজারে একাধিক গাড়ি লঞ্চ হচ্ছে। এমন পরিস্থিতিতে মারুতি সুজুকি নিশ্চই হাত পা গুটিয়ে বসে থাকবে না। সম্প্রতি, মারুতি একটি নতুন গাড়ি লঞ্চ করেছে যার লুক ইতিমধ্যে সবাই খুব পছন্দ করতে শুরু করেছে। এখন থেকেই এই গাড়ি নিয়ে আলোচনা শুরু হয়েছে সর্বত্র। আমরা আলোচনা করছি মারুতি সুজুকি হাসলার নিয়ে। এতে ফিচার থেকে শুরু করে ইঞ্জিন সব কিছুই প্রথম নজরে আপনার ভালো লাগবে।

Advertisements

এই গাড়িতে একটি শক্তিশালী ৬৬০ সিসি টার্বো ইঞ্জিন পাবেন। ইঞ্জিনটি ৬৪ পিএস পাওয়ার এবং ৬৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইলেকট্রনিক সানরুফ, ৭ ইঞ্চি অ্যান্ড্রয়েড মিউজিক প্লেয়ার, ৪ স্পিকার, হেড মাউন্টেড অ্যান্টেনা, ৩৬০ পার্কিং ক্যামেরা, রিয়ার পার্কিং সেন্সর, চাইল্ড ডোর লক সেফটি, ৪টি পাওয়ার উইন্ডো, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি, নতুন ডিজাইনের ফ্রন্ট গ্রিল, প্রজেক্টর হেডল্যাম্প, ডিআরএল ও ৬টি এয়ারব্যাগ, এন্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

Advertisements

Maruti Suzuki Hustler

ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন (ইবিডি) সম্পূর্ণরূপে ইলেকট্রনিক স্থিতিশীলতা প্রোগ্রাম (ইএসপি) দিয়ে সজ্জিত। মারুতি সুজুকি হাসলার মিনি এসইউভির দাম কিন্তু খুবই কম হতে চলেছে। যাকে বলে বাজেট গাড়ি। আপনি এই গাড়িটি ৫ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন ভারতীয় বাজারে। এর চেহারা প্রায় থারের মতো, তাই একে মিনি থারও বলা যেতে পারে। কিন্তু দাম আবার খুবই কমের দিকে। দামের দিক থেকে গাড়িটি টাটা পাঞ্চের সঙ্গে মোকাবিলা করতে পারবে বলে অনেকের ধারণা। তবে গাড়িটি এখনো ভারতীয় গাড়ি বাজারে আত্মপ্রকাশ করেনি।

Advertisements