যখনই গাড়ি কেনার কথা আসে, মানুষ প্রথমে মারুতি কোম্পানির নাম নেয়। কারণ এই কোম্পানি গ্রাহকদের পছন্দের কথা বিবেচনা করে নতুন নতুন ফিচারের গাড়ি নিয়ে আসে বাজারে। ভারতীয় বাজারে বছরের পর বছর ধরে মারুতি কোম্পানির গাড়ি বিক্রি হয়েছে দেদার। সম্প্রতি Maruti Suzuki Hustler নামের একটি গাড়ি বাজারে আনতে চলেছে কোম্পানি, জল্পনা এমনটাই।
আশা করা হচ্ছে যে Maruti Suzuki Hustler গাড়িতে দেখতে পাওয়া যাবেএকাধিক ফিচার দেখা যাবে। শুধু তাই নয়, কম দামে সানরুফ দিয়ে সজ্জিত হবে এই গাড়ি। আপনি যদি একটি দুর্দান্ত গাড়ি কেনার কথা ভেবে থাকেন তবে এই খবরটি আপনার জন্য বিশেষ প্রমাণিত হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এই গাড়ির সম্ভাব্য ফিচারগুলো সম্পর্কে।
Maruti Suzuki Hustler গাড়ির ইঞ্জিনের কথা বলতে গেলে, আপনি এই গাড়িতে ৬৬০ সিসির একটি শক্তিশালী টার্বো ইঞ্জিন দেখতে পাবেন। এটি ৬৪ পিএস পাওয়ার এবং ৬৩ এনএম টর্ক উত্পাদন করতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই গাড়িতে সানরুফ, ডিজিটাল ডিসপ্লে, এয়ার ব্যাগের সঙ্গে ৩৬০ ক্যামেরার রিয়ার সেন্সর পাওয়ার সাইড মিররের মতো সেফটি ফিচার দেখতে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
এবার আসা যাক গাড়ি সম্পর্কিত অন্যতম জরুরি কথায়। গাড়ির দাম কতো হতে পারে? এ ব্যাপারে বিভিন্ন জল্পনা জারি রয়েছে। তবে অনেকের মনে, মারুতি সুজুকি হাসলারের দামের হতে পারে আনুমানিক ৫ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে। বলা বাহুল্য যে ভারতীয় অটোমোবাইল প্রেমীদের মধ্যে ইতিমধ্যে আলোচনায় ঝড় তুলেছে মারুতির নতুন এই গাড়ি।