দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে আজ। অফিসিয়ালি মারুতি সুজুকি লঞ্চ করতে পারে তাদের নতুন গাড়ি জিমনি। বিদেশে আত্মপ্রকাশের পর থেকে এই গাড়ির প্রতি মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। ভারতীয় বাজারেও এই গাড়ি সাফল্য পাবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে এখানে মারুতি জিমনির ফাইভ ডোর অফ রোড এসইউভি নিয়ে আসা হচ্ছে। যা আজ ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। অর্থাৎ আজ এই গাড়ির দামও কোম্পানির পক্ষ থেকে জানানো হতে পরে। যদিও ইতিমধ্যে কোম্পানির প্রতি আস্থা রেখে অনেকে অগ্রিম বুক করেছেন গাড়িটি। যারা এই গাড়িটি বুক করেছেন তারাও জানতে পারবেন এই জিমনীর দাম কতো হচ্ছে।
এখনও পর্যন্ত মারুতি জিমনির ৩০ হাজারেরও বেশি বুকিং করা হয়েছে বলে জানা গিয়েছে। মারুতির জিমনি মাহিন্দ্রা থারের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। তবে রাস্তায় দুই গাড়িকে দেখতে হলে এখনও অপেক্ষা করতে হবে। সবে আনুষ্ঠানিক উন্মোচন।
মারুতি জিমনিতে রয়েছে মূলত পেট্রোলের অপশন। গাড়িতে রয়েছে ১৫ বি আইডিএল স্টার্ট, স্টপের সুবিধা। ১৪৬২ সিসি ইঞ্জিন গাড়িটির হৃদপিন্ড। এই ইঞ্জিনের সাহায্যে গাড়িটি ৬ হাজার আরপিএম এ ৭৭.১ কিলোওয়াট এবং ৪ হাজার আরপিএম এ ১৩৪.২ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। গাড়িতে মোট ৪টি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
গাড়িটিতে ৪০ লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এ ছাড়া গাড়িটিতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৪ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। এ ছাড়া গাড়িটিতে ২০৮ এলটিআর বুট স্পেস পাওয়া গেলেও পেছনের সিট ভাঁজ করার পর তা বেড়ে দাঁড়ায় ৩৩২ লিটার।
মারুতি জিমনিতে অটো হেডল্যাম্প, ইলেকট্রিক ওআরভিএম, হিল হোল্ড কন্ট্রোল, হিল ডিসেন্ট কন্ট্রোল, ব্রেক অ্যাসিস্ট ফাংশন, রিয়ার ভিউ ক্যামেরা, ইঞ্জিন ইমোবিলাইজার, এবিএস, ইবিডি, ইএসপি, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগসহ সাইড ও কার্টেন এয়ারব্যাগ মতো ফিচার দিচ্ছে কোম্পানি। মোট ৬ টি এয়ারব্যাগ রয়েছে এই গাড়িতে। এ ছাড়া ৯ ইঞ্চি টাচস্ক্রিন সিস্টেম, স্পিকার সহ অনেক ফিচারও দেওয়া হয়েছে এই গাড়িতে।







