TATA Punch এর দিন শেষ, মারুতির নতুন গাড়িতে ৩৪ কিমি মাইলেজের সঙ্গে ফিচারের পর ফিচার

মারুতি সুজুকি ইন্ডিয়া শুধু প্রাইভেট ভেহিকেল সেগমেন্টেই নয়, বাণিজ্যিক গাড়ি সেগমেন্টেও একাধিক সাশ্রয়ী মূল্যের গাড়ি সরবরাহ করে। Maruti Suzuki Tour H1 একচেটিয়াভাবে বাণিজ্যিক হ্যাচব্যাক হিসাবে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

মারুতি সুজুকি ইন্ডিয়া শুধু প্রাইভেট ভেহিকেল সেগমেন্টেই নয়, বাণিজ্যিক গাড়ি সেগমেন্টেও একাধিক সাশ্রয়ী মূল্যের গাড়ি সরবরাহ করে। Maruti Suzuki Tour H1 একচেটিয়াভাবে বাণিজ্যিক হ্যাচব্যাক হিসাবে বিক্রি করা হবে কোম্পানির পক্ষ থেকে। এই গাড়ির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করার জন্য পেট্রোল এবং সিএনজি অপশন নিয়ে এসেছে।

Advertisements

মারুতি সুজুকির গাড়ি মানে ভালো মাইলেজ, এমনটা সকলেই ধরে নেন। এই গাড়িতেও তার অন্যথা হয়নি। ৩৪ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে পারে Maruti Suzuki Tour H1। যা TATA Punch এর থেকেও বেশি বলে মনে করা হচ্ছে। মাইলেজ এর সঙ্গে গাড়িতে থাকছে দারুণ লুক, খুব কম দামে অনেক ফিচারের সমারোহ। আসুন মারুতির এই গাড়ি সম্পর্কে আরও একটি জেনে নেওয়া যাক।

Advertisements

Maruti Suzuki Tour H1 -এ থাকছে প্রি-টেনশনার ও ফোর্স লিমিটার সহ থাকছে সামনের ও পেছনের যাত্রীদের জন্য সিট বেল্ট রিমাইন্ডার এবং ইঞ্জিন ইমোবিলাইজার। মারুতি ট্যুর এইচ১ হ্যাচব্যাকের বাণিজ্যিক সংস্করণে তিনটি রঙের অপশন পাওয়া যাবে- মেটালিক সিল্কি সিলভার, মেটালিক গ্রানাইট গ্রে এবং আর্কটিক হোয়াইট। মারুতি ট্যুর এইচ১-এ ডুয়াল এয়ারব্যাগ, প্রি-টেনশনার ও ফোর্স লিমিটার, ফ্রন্ট সিটবেল্ট রিমাইন্ডার, ইঞ্জিন ইমোবিলাইজার, ইবিডিসহ এবিএস, স্পিড লিমিটার এবং রিভার্স পার্কিং সেন্সরের মতো ফিচার থাকবে।

Maruti Suzuki Tour H1 গাড়িটি পেট্রোল এবং সিএনজি উভয় ইঞ্জিন বিকল্পে পাওয়া যাবে। গাড়িতে ১.০ লিটার ক্ষমতাসম্পন্ন ডুয়াল ভিভিটি পেট্রোল ইঞ্জিন থাকবে। ইঞ্জিনটি ৬৫ বিএইচপি পাওয়ার এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। মারুতি ট্যুর এইচ ১ গাড়ির সিএনজি সংস্করণটি ৫৫.৯ বিএইচপি পাওয়ার এবং ৮২.১ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

মারুতি সুজুকি ট্যুর এইচ ১ পেট্রোল সংস্করণে লিটার প্রতি ২৪.৬০ কিলোমিটার মাইলেজ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। সিএনজি ভ্যারিয়েন্টের মাইলেজ হতে পারে ৩৪.৪৬ কিলোমিটার / কেজি। গাড়ির প্রাথমিক মূল্য ৪.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) নির্ধারণ করা হয়েছে। পেট্রোল ইঞ্জিনের সঙ্গে কোম্পানি-ফিটেড সিএনজি ভ্যারিয়েন্টেও মারুতি ট্যুর এইচ১ চালু করা হয়েছে। মারুতি ট্যুর এইচ ১ এর সিএনজি সংস্করণের দাম ৫.৭০ লক্ষ টাকা।

Advertisements