জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে আপনি চিন্তিত? এই মুহূর্তে একটি ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন? তবে আজকেই আপনার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করুন Hero Electric NYX HS500 ER-র নাম। যেটি আপনাকে একটি গতিময় জীবন প্রদান করবে বলে দাবি করা হচ্ছে কোম্পানির তরফ থেকে। আজ আমরা এই নিবন্ধে Hero Electric NYX HS500 ER-এর দাম এবং দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
এই মুহূর্তে ভারতীয় বাজারে একাধিক ইলেকট্রিক স্কুটার উপলব্ধ থাকলেও Hero Electric NYX HS500 ER আপনাকে একটি প্রিমিয়াম গাড়ির আনন্দ দেবে। যদি এই ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত মাইলেজ সম্পর্কে বলি তবে কোম্পানি তরফ থেকে দাবি করা হয়েছে, 4-5 ঘন্টা চার্জে এই স্কুটারটি 100 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে সক্ষম। শুধু তাই নয়, সর্বোচ্চ 42 কিলোমিটার বেগে চলতে পারে এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটারটি।
যদি Hero Electric NYX HS500 ER স্কুটারের দামের কথা বলি, তবে এই মুহূর্তে দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটির এক্স শো-রুম মূল্য 86,540 টাকা। যদি অন রোড এই গাড়িটির দামের কথা বলি, তবে সমস্ত ট্যাক্স প্রদানের পর Hero Electric NYX HS500 ER স্কুটারের দাম পড়বে মাত্র 91,357 টাকা। তবে এই স্কুটারটি কিনতে একসাথে লক্ষ্যাদিক টাকা ব্যয় করতে হবে না আপনাকে। কোম্পানির তরফ থেকে দুর্দান্ত কিছু প্ল্যান উপলব্ধ করিয়েছে আপনাদের জন্য। আপনি চাইলে মাত্র 9,000 টাকা ডাউন পেমেন্টের সাথে 12/24/36 মাসের কিস্তির মাধ্যমে ক্রয় করতে পারবেন দুর্দান্ত এই গাড়িটি।







