৪ সেকেন্ডের মধ্যে ১০০ কিমি! সেরা গাড়ি লঞ্চ হল ভারতে

সত্যি গাড়ি বটে! রাস্তায় দিয়ে যেতে যেতে অনেক সময় হয়তো এমনটা মনে হয়, যখন চোখে পড়ে দুরন্ত কোনো গাড়ি। আমাদের দেশে বেশিরভাগ গাড়ি লঞ্চ হয়…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সত্যি গাড়ি বটে! রাস্তায় দিয়ে যেতে যেতে অনেক সময় হয়তো এমনটা মনে হয়, যখন চোখে পড়ে দুরন্ত কোনো গাড়ি। আমাদের দেশে বেশিরভাগ গাড়ি লঞ্চ হয় মধ্যবিত্তের পরিবারের কথা মাথায় রেখে। তবুও যারা বিলাসিতা পছন্দ করেন বা গাড়ির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে, তাদের জন্য রয়েছে নামকরা একের পর কোম্পানি। যার মধ্যে অবশ্যই বলতে হয় মার্সিডিজ এর কথা। এলিট সোস্যাইটির অনেকের এই কোম্পানির গাড়ি বেশ পছন্দের। মার্সিডিজ নতুন গাড়ি লঞ্চ করেছে ভারতে। শীঘ্রই রাস্তায় দেখা যাবে Mercedes-AMG SL55 Roadster।

Advertisements

জার্মানের বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি Mercedes ভারতের বাজারে তাদের সেরা স্পোর্টস গাড়ি Mercedes-AMG SL55 Roadster লঞ্চ করেছে। কোম্পানির নাম শুনেই আন্দাজ করতে পারছেন যে এই গাড়ি সবার জন্য নয়। মার্সিডিজ এর এই গাড়ি মূল্য ভারতে ২.৩৫ কোটি টাকা। গাড়িটি ৩.৯ সেকেন্ডে ঘণ্টায় ০ থেকে ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটি অবশ্য বছরখানেক আগেই লঞ্চ হয়েছিল। কমপ্লিট বিল্ড ইউটিলিটির মাধ্যমে এবার ভারতে লঞ্চ করা হয়েছে।

Advertisements

এই গাড়িটি ২টি ট্রিম লেভেল এবং ৮টি এক্সটেরিয়র পেইন্ট অপশন নিয়ে লঞ্চ করা হয়েছে। গাড়িটিতে রয়েছে সোয়েটব্যাক এলইডি হেডল্যাম্প, প্যানামেরিকা গ্রিল, গ্লস ব্ল্যাক ওআরভিএম, ২০ ইঞ্চি অ্যালয় হুইল, লাল ও হলুদ রঙের ব্রেক ক্যালিপার, কোয়াড-টিপ এক্সজস্ট, অ্যাডজাস্টেবল স্পোইলার এবং মোড়ানো এলইডি টেইল লাইট। গাড়ির সফট টপ ১৫ সেকেন্ডের মধ্যে খুলে যেতে সক্ষম।

গাড়ির আকর্ষণ বর্ধনকারী ফিচারের পাশাপাশি রয়েছে একাধিক সেফটি ফিচার। গাড়িতে রয়েছে ৮ টি এয়ারব্যাগ, প্রি সেফ সিস্টেম, পথচারী সুরক্ষা ব্যবস্থা, অ্যাকটিভ লেন কিপিং অ্যাসিস্টসহ বিভিন্ন ধরনের সেফটি ফিচার। এই গাড়িতে ৪.০ লিটার টুইন টার্বো ভি ৮ ইঞ্জিন দেওয়া রয়েছে। ইঞ্জিনটি ৪৭৩ বিএইচপি এবং ৭০০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এ ছাড়া গাড়িটিতে রয়েছে ৯ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, যা ৩.৯ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি অর্জন করতে পারবে। গাড়ির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ২৯৫ কিলোমিটার।

Advertisements