মেড ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিয়েছে কোম্পানি। যার ফলে সম্প্রতি একাধিক উন্নত ডিভাইজ উদ্ভাবন করেছে ভারতের অবস্থিত বিভিন্ন কোম্পানি। যার মধ্যে অন্যমত লাভা মোবাইলস। Lava এখনও পর্যন্ত তাদের সেরা ফোন Lava Agni 2 ৫জি লঞ্চ করেছে ইতিমধ্যে। মাত্র ২২ হাজার টাকার এই ফোনে পেয়ে যাবেন দুর্দান্ত ফিচার, প্রিমিয়াম ডিজাইন, অ্যামোলেড ডিসপ্লে এবং ফাস্ট প্রসেসর।
মে মাসে লঞ্চ হয়েছে সেগমেন্টে সেরা ফোন হিসেবে বিবেচিত Lava Agni 2 ৫জি। ফোনটিতে পেয়ে সবেন প্রিমিয়াম ডিজাইন। ফোনের ব্যাক ক্যামেরাটি একটি বড় মডিউল যুক্ত। এটি স্ক্রিন প্রটেক্টর ছাড়াই ব্যবহার করা যেতে পারে। ক্যামেরা এই ফোনের মূল ফিচারের মধ্যে হয়তো পড়বে না। কাজ চালানোর মতো ক্যামেরা দেওয়া হয়েছে। ছবির কোয়ালিটি কিছু ক্ষেত্রে মনের মতো না-ও হতে পারে। এর সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।
এই ফোনে রয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি। ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে লাভা অগ্নি ২। ফোনটি ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হতে ১৫ মিনিটেরও কম সময় লাগে। lলাভা অগ্নি ২ ৫জি তার পারফরম্যান্সের জন্য এই রেঞ্জে সেরা স্মার্টফোন। ফোনটি মিডিয়াটেক ডাইমেনশন ৭০৫০ প্রসেসর এবং ৮ গিগাবাইট RAM এবং ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ দ্বারা পরিচালিত। এই ফোনে গড় গেমিং ছাড়াও মাল্টিটাস্কিং করা যাবে। যদিও এতে মেমোরি বাড়ানোর জন্য নেই কোনো কার্ড স্লট।
ফোনের সফটওয়্যারে পেয়ে যাবেন ৩ বছরের সিকিউরিটি আপডেটের ওয়ারেন্টি। পাশাপাশি ২ বার অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা রয়েছে ফোনটিতে। যদি ২৫ হাজার টাকার কম বাজেটে কোনো ফোন কিনতে চান তাহলে Lava Agni 2 হতে পারে একটি ভালো অপশন। মিড রেঞ্জে ফোনের পারফরম্যান্স অন্যতম সেরা।







