বৃষ্টির জলে আগুন ধরালেন মোনালিসা! পবন কুমারের সঙ্গে নাচের ভিডিও ভাইরাল

টিপ টিপ বর্ষা পানি, ঔর পানি মে আগ... বলিউডের এই গান এখনও পুরনো হয়নি। বর্তমান যুব সমাজের মধ্যে বিখ্যাত এই গান। বাস্তবে সত্যি যেন আগুন…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

টিপ টিপ বর্ষা পানি, ঔর পানি মে আগ… বলিউডের এই গান এখনও পুরনো হয়নি। বর্তমান যুব সমাজের মধ্যে বিখ্যাত এই গান। বাস্তবে সত্যি যেন আগুন লাগল বৃষ্টির জলে! ঠিক বুঝলেন না তো, স্পষ্ট করেই বলছি। অভিনেত্রী মোনালিসার একটি গান নিয়ে আমরা আলোচনা করছি ।

Advertisements

বিখ্যাত অভিনেত্রী মোনালিসা যিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে প্রচুর সাফল্য পাশাপাশি টিভি ইন্ডাস্ট্রিতেও সাফল্যের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে, পবন সিং ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেতা এবং মোনালিসার সাথে তার জুটি দর্শকদের একাধিকবার মন জয় করেছে। দুজনের জনপ্রিয় গানগুলো ইউটিউবে বেশ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে পবন সিং ও মোনালিসার ‘জিদ্দি আশিক’ সিনেমার হিট গান ‘জগ হ্যায় পা জাতা’ ইউটিউবে ট্রেন্ডিং করছে। মিউজিক ভিডিওতে মোনালিসাকে পবন সিংকে আকৃষ্ট করতে দেখা যায়। মিউজিক ভিডিওটি এখনও পর্যন্ত ৮১ মিলিয়ন ভিউ এবং ১৮৫ হাজার লাইক পেয়েছে।

Advertisements

মিউজিক ভিডিওতে পবন সিং এবং মোনালিসার সিজলিং কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছে। ‘জাগ হ্যায় পা জাতা’ গানটি গেয়েছেন কল্পনা ও পবন সিং। গানটির কথা ও সংগীত আয়োজন করেছেন বিনয় বিহারী। এক ব্যবহারকারী লিখেছেন, ‘৮০ মিলিয়ন ভিউ, এটাই পবন সিংয়ের শক্তি।: আরেকজন লিখেছেন, ‘এখন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন।’ তাদের মধ্যে একজন লিখেছেন, ‘মোনালিসা ভোজপুরি ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রী।

Advertisements