বর্তমান সময়ে স্মার্টফোন অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। বেশ কিছু ভালো মানের স্মার্টফোন সাধারণ মানুষের বাজেটের বাইরে চলে গিয়েছে। কিন্তু আশার আলো এখনও রয়েছে। দশ হাজার টাকারও কম দামের মধ্যে বাজারে রয়েছে দুর্ধর্ষ একটি স্মার্টফোন, তাও আবার ফাইভ জি। এই ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ৮ জিবি র্যাম পাবেন। এ ছাড়া আরও অনেক ফিচার রয়েছে এই ৫জি স্মার্টফোনে।
ভালো ৫জি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, কিন্তু আপনার বাজেট একটু কম। তাই সম্প্রতি মটোরোলা কোম্পানি আপনার জন্য এমনই একটি ৫জি স্মার্টফোন নিয়ে এসেছে। কিনতে গেলে পড়বে ১০,০০০ টাকারও কম। মটোরোলা ভারতে এনেছে তাদের ৫জি স্মার্টফোন- Motorola Edge 30 Ultra 5G। ফোনটি আপনি সহজেই অনলাইনে বা অফলাইনে কিনতে পারবেন।
মটোরোলা এজ ৩০ আল্ট্রা ৫জি-তে থাকছে ৬.৬৭ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড স্ক্রিন। এ ছাড়া মটোরোলার এই স্মার্টফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। তবে ফোনটির অন্যতম আকর্ষণ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ছবির মান যে এই দামের অন্যান্য ফোনের থেকে কম হবে সেটা বলাই বাহুল্য। সেলফিও তোলা যাবে ভালো।
এ ছাড়া মটোরোলার এই ৫জি স্মার্টফোনে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের অপশন রয়েছে। মটোরোলার এই ফোনটির অনলাইনে আসলে দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত তবে আপনার যদি পুরনো ৫জি স্মার্টফোন থাকে, তাহলে সোনায় সোহাগা।
যদি আপনার পুরনো ৫৫ জি স্মার্টফোনে ৩৫ হাজার টাকা ছাড় পান তাহলে আপনাকে দিতে হবে মাত্র ৯ হাজার ৯৯৯ টাকা। এতে থাকছে ৪৬১০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের টার্বোফাস্ট চার্জিং সাপোর্ট। যার সাহায্যে মাত্র ৭ থেকে ৮ মিনিটের মধ্যেই আপনার ফোন পুরোপুরি চার্জ হয়ে যাবে।