খরচ কমানোর দারুণ সুযোগ, ৬৫ টাকা কমে পাওয়া যাচ্ছে সর্ষের তেল

বাজারে বেশ কিছু জিনিসের দাম বেড়ে চলেছে। এদিকে হেঁসেলে কাজ তো আর বন্ধ থাকবে না। এই পরিস্থিতিতে ভরসা বলতে বুদ্ধি করে টাকা খরচ করা। আমাদের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

বাজারে বেশ কিছু জিনিসের দাম বেড়ে চলেছে। এদিকে হেঁসেলে কাজ তো আর বন্ধ থাকবে না। এই পরিস্থিতিতে ভরসা বলতে বুদ্ধি করে টাকা খরচ করা। আমাদের আশেপাশে অনেক সময় কমের মধ্যে ভালো জিনিস পাওয়া যায়। কিন্তু জানতে পারা যায় না বলে কেনাও হয় না। আপনি কি জানেন যে বেশ কয়েকটি জায়গায় খুব কমের মধ্যে সর্ষের তেল পেওয়া যাচ্ছে? জানেন না হয়তো, সে জন্যই এই প্রতিবেদন।

Advertisements

দেশের একাধিক জায়গায় সর্ষের তেল সস্তায় বিক্রি হচ্ছে। সাধারণ মূল্যের চেয়ে প্রায় ৬০ থেকে ৬৫ টাকা কমে পাওয়া যাচ্ছে তেল। এমন সুযোগ হাতছাড়া করলে পরে আপনাকেই আফসোস করতে হবে। কোথায় কোথায় কম দামে তেল পাওয়া যাচ্ছে সেটা জানার জন্য বাকি প্রতিবেদনটি মন দিয়ে পড়তে হবে।

Advertisements

উত্তর প্রদেশের বাদাউন জেলায় সর্ষের তেল এখন খুব সস্তায় বিক্রি হচ্ছে। যা কিনে আপনি অর্থ সাশ্রয় করতে পারেন। এখান থেকে সর্ষের তেল প্রতি লিটারে মোট ১৪৫ টাকায় কিনে অর্থ সাশ্রয় করতে পারবেন । এ ছাড়া বরেলি জেলায় সর্ষের তেলের খুব কম দামে বিক্রি হচ্ছে। এখানে আপনি প্রতি লিটারে মোট ১৪৬ টাকায় কিনতে পারবেন তেল।

mustard oil

এর পাশাপাশি পিলিভিট জেলায় সরিষার তেলের দাম লিটার প্রতি মোট ১৪৫ টাকা রেকর্ড করা হচ্ছে। শাহজাহানপুরে সস্তায় সর্ষের তেল কেনার সুযোগ নিতে পারেন, যেখানে লিটার প্রতি মোট ১৪৪ টাকা দাম রেকর্ড করা হচ্ছে। পশ্চিম উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় সরিষার তেলের দাম উচ্চস্তরের চেয়ে প্রায় ৬৫ টাকা কম। এখানে আপনি লিটার প্রতি মোট ১৪৫ টাকায় কেনাকাটা করে অর্থ সাশ্রয় করতে পারেন। বিজনোর জেলায় সর্ষের তেল কিনতে পারবেন লিটার প্রতি মোট ১৪২ টাকায়।

Advertisements