জলের দরে বিক্রি হচ্ছে সর্ষের গেল, এই সুযোগ হাতছাড়া করলে আফসোস

দেশে শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল। কোথাও কোথাও সমানে হয়ে চলেছে বৃষ্টি। আর এরকম আবহাওয়া ভোজন রসিকদের জন্য একেবারে আদর্শ। বৃষ্টির সঙ্গে ভালো খাওয়াদাওয়া ওতপ্রোতভাবে জড়িয়ে।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

দেশে শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল। কোথাও কোথাও সমানে হয়ে চলেছে বৃষ্টি। আর এরকম আবহাওয়া ভোজন রসিকদের জন্য একেবারে আদর্শ। বৃষ্টির সঙ্গে ভালো খাওয়াদাওয়া ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু পকেটের কথাও তো ভাবতে হয়। রান্নার অন্যতম মূল উপকরণ হল তেল। এই তেলের দাম কোথাও কোথাও খুবই সস্তা, কোথাও আবার একটু দামী। আপনাদের বাড়ির সামনের বাজারে তেলের দাম বেশি হলে এই জায়গাগুলোর কথা জেনে নিন। এখানে সর্ষের তেল খুব কম দামে পাওয়া যাচ্ছে এখনও।

Advertisements

এখন কিছু কিছু জায়গায় সর্ষের তেলের দাম খুব সস্তায় চলছে। যা কিনে আপনি অর্থ সাশ্রয় করতে পারেন। প্রায় ৬০ থেকে ৬৫ টাকা কমে কিনতে পারবেন সর্ষের তেল। যা মধ্যবিত্তের জন্য সুবর্ণ সুযোগ। যত তাড়াতাড়ি যাবেন ততই লাভ। আর এই সুযোগ হাতছাড়া করলে করতে হতে পারে আফসোস।

Advertisements

ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে সর্ষের তেলের দাম খুব কম বলে জানা গিয়েছে। এখন থেকে তেল কিনে আপনি অর্থ সাশ্রয় করতে পারেন। উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় সর্ষের তেল এখন খুব কম টাকায় বিক্রি হচ্ছে। এখানে সর্ষের তেলের দাম প্রতি লিটারে মোট ১৪৫ টাকা বলে জানা গিয়েছে।

mustard oil

এ ছাড়া বারাণসী জেলায় সর্ষের তেলের দাম লিটার প্রতি ১৪৭ টাকা রেকর্ড করা হয়েছে। জৌনপুর জেলাতেও সর্ষের তেল খুব কম দামে বিক্রি হচ্ছে। এখানে তেলের দাম লিটার প্রতি ১৪৪ টাকা রেকর্ড করা হয়েছে। আপনি যদি শীঘ্রই এটি না কিনে থাকেন তবে আপনাকে মুদ্রাস্ফীতির মুখোমুখি হতে হতে পারে। পশ্চিম উত্তর প্রদেশের মীরাট জেলায় তেল খুব সস্তায় বিক্রি হচ্ছে। এখানে দাম লিটার প্রতি ১৪৫ টাকা বলে খবর পাওয়া গিয়েছে। এ ছাড়া মুজফফরনগর জেলায় সর্ষের তেল খুব সস্তায় বিক্রি হচ্ছে। এখানে সর্ষের তেল লিটার প্রতি ১৪৬ টাকা বলে জানা গিয়েছে।

Advertisements