৬০ টাকা কমে কিনুন সর্ষের তেল, এই জায়গাগুলোতে জলের দরে তেল কেনার সুযোগ রয়েছে এখনও

দেশে প্রবেশ করেছে বর্ষার মেঘ। শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে রসনা তৃপ্তি। দোকানপাট থেকে কেনাকাটি একটু বেড়েছে আগের থেকে। দোকানদারদের মুখে হাসি ফুটেছে। আপনার মুখেও…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

দেশে প্রবেশ করেছে বর্ষার মেঘ। শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে রসনা তৃপ্তি। দোকানপাট থেকে কেনাকাটি একটু বেড়েছে আগের থেকে। দোকানদারদের মুখে হাসি ফুটেছে। আপনার মুখেও বজায় থাকুক সুন্দর হাসি। তাই এই আর্টিকেল। পয়সা বাঁচবে, কী করে? জানতে হলে পড়তে থাকুন।

Advertisements

খুচরো বাজারে সর্ষের তেলের বিক্রি বেশ বৃদ্ধি পেয়েছে সম্প্রতি। যার ফলে দোকানদারদের এখন ভালোই লাভ হচ্ছে সর্ষের তেল বিক্রি করে। আপনিও সর্ষের তেল কিনতে চাইলে এই প্রতিবেদনটি পড়ুন। কারণ কোথায় সস্তায় তেল পাওয়া যাচ্ছে সেই সন্ধান দিচ্ছি আমরা। আপনি কি জানেন যে সাধারণ বাজারের থেকে ৬০ টাকা কমেও সর্ষের তেল কেনা সম্ভব? না জানলে জেনে নিন, নাহলে আপনারই লস।

Advertisements

উত্তরপ্রদেশের সমস্ত জেলায় সর্ষের তেল খুব সস্তায় বিক্রি হচ্ছে। অনেকেই এই সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। আপনি যদি বারাণসী জেলা থেকে সর্ষের তেল কিনতে চান তবে মোটেও দেরি করবেন না। এখানে সর্ষের তেলের দাম লিটার প্রতি ১৪৫ টাকা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া প্রয়াগরাজ জেলাতেও সর্ষের তেল খুব সস্তায় বিক্রি হচ্ছে। এখানে আপনার লিটার প্রতি খরচ হবে ১৪৬ টাকা। এর পাশাপাশি বালিয়াতেও সর্ষের তেলের দাম খুব কম, সেখানে দাম লিটার প্রতি ১৪৮ টাকা।

Mustard oil

উত্তর প্রদেশের পশ্চিম বিভাগে সরিষার তেলের দাম খুব কম রেকর্ড করা হয়েছে। সাহারানপুর জেলায় প্রতি লিটার সরিষার তেল মাত্র ১৪৮ টাকায়। মুজফফরনগরে সর্ষের তেলের দাম লিটার প্রতি ১৪৫ টাকা। এ ছাড়া মিরাট জেলায় তেলের দাম খুব কম। এখানে আপনি প্রতি লিটার মোট ১৪৪ টাকা দিয়ে কিনতে পারবেন।

Advertisements