সম্প্রতি সময়ে মানুষের বিনোদন গ্রহণ করার মাধ্যম বদলেছে। বিশেষত করোনা বেলা এবং অতিমারি সময়ের পর থেকে। সিনেমা, সিরিয়ালের পাশপাশি মানুষের পছন্দের তালিকার ওপরের দিকে উঠে এসেছে ওয়েব সিরিজ। বিভিন্ন OTT প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রকাশ করে হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ (Web Series)।
বিভিন্ন স্বাদের বা ঘরানার ওয়েব সিরিজ রয়েছে নেট মাধ্যমে প্রত্যেকেই তাদের পছন্দ অনুযায়ী কনটেন্ট সার্চ করলে পেয়ে যাবেন কিছু না কিছু। সম্প্রতি নেট পাড়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছে হ্যালো মিনি (Hello Mini)। এমএক্স প্লেয়ারে (MX Player )প্রকাশিত ওয়েব সিরিজের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। Ullu, কোকু ইত্যাদি OTT প্ল্যাটফর্মের মতো এখানেও প্রকাশ করা হয় বিভিন্ন বোল্ড সিরিজ। যা নেটিজেনদের অনেকে বেশ পছন্দ করে থাকেন।
কেন জনপ্রিয় হ্যালো মিনি? এমএক্স প্লেয়ারে এই ওয়েব সিরিজ সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন। রোমান্স এবং বোল্ড দৃশ্যে পূর্ণ। সেই সঙ্গে গল্পের সঙ্গে মিশে রয়েছে সাসপেন্স। বলতে পারেন রোম্যান্টিক থ্রিলার ওয়েব সিরিজ। তবে হ্যাঁ, ভুলেও সবার সঙ্গে এই ওয়েব সিরিজ দেখবেন না। এগুলো ফ্যামিলি শো নয়।
অনেকে আবার আশ্রম ওয়েব সিরিজের সঙ্গে হ্যালো মিনির তুলনা করে থাকেন। তবে দুটোর মধ্যে কোনটা বেশি মনোরঞ্জক, সেটা না দেখলে বলা মুশকিল। হাতে সময় থাকলে একটু দেখে নিলেও নিতে পারবেন।







