কমলা বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে একের পর এক সুবিধা, বিদেশের ট্রেনকেও হার মানাবে ভারতীয় রেল

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার নতুন বন্দে ভারতের ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে একেবারে নতুন রঙে দেখা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসকে। এখনও পর্যন্ত দেশে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার নতুন বন্দে ভারতের ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে একেবারে নতুন রঙে দেখা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসকে। এখনও পর্যন্ত দেশে যতগুলি বন্দে ভারত ট্রেন চলছে, সেগুলির রঙে নীল এবং সাদা রঙের কম্বিনেশনেররয়েছে। কিন্তু এই ছবিতে দেখা গিয়েছে যে কমলা ও ধূসর রঙের কম্বিনেশনে তৈরি হচ্ছে নতুন বন্দে ভারত।

Advertisements

নতুন বন্দে ভারত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) চেন্নাইয়ে তৈরি হচ্ছে। আইসিএফ-এর সিনিয়র পিআরও ভেঙ্কটেশ জিভি জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে এই রঙ চালু করা হয়েছে, রেল বোর্ডের অনুমতি পেলেই তা চূড়ান্ত করা হবে।

Advertisements

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মধ্যে এই নতুন বন্দে ভারত ট্র্যাকে চলবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া শুধু এই ট্রেনের রঙই নয়, এতে আরও অনেক পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন বন্দে ভারতে ১০টি বড় পরিবর্তন করা হচ্ছে। এতে প্রতিবন্ধীদের জন্য উন্নত সুবিধা এবং আরও ভাল আসনের মতো সুবিধাও যোগ করা হবে।

 vande Bharat Express

নতুন বন্দে ভারতে আসনের ডিকলাইন অ্যাঙ্গেল বাড়ানো হবে, যার সাহায্যে আসনটি আরও পিছনের দিকে ঝুঁকে দেওয়া যেতে পারে। দীর্ঘ যাত্রায় যাতে মানুষের অসুবিধা না হয়, সেজন্য আসনগুলো আরও গদি যুক্ত করা হবে। এ ছাড়া মোবাইল চার্জিং পয়েন্ট তো থাকছেই। এক্সিকিউটিভ চেয়ার গাড়িতে ফুট রেস্ট এরিয়াও বাড়ানো হয়েছে বলে খবর। শুধু তাই নয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে ওয়াশ বেসিনের গভীরতাও বাড়িয়েছে রেল। নতুন বন্দে ভারতে প্রতিবন্ধীদের হুইলচেয়ারের জন্য কোচের ভিতরে ফিক্সিং পয়েন্টও সরবরাহ করা হবে। বন্দে ভারতে জানালার পর্দা আরও ভালো মানের হচ্ছে। এ ছাড়া নতুন বন্দে ভারত ট্রেনে অ্যান্টি ক্লাইম্বিং ডিভাইসও দেওয়া হবে।

Advertisements