4×4 offroader + সেরা মাইলেজ নিয়ে আসছে নতুন SUV, কাঁপতে শুরু করেছে Thar-Jimny!

ছোটো গাড়ির পরিবর্তে মানুষ এখন পছন্দ করছেন বড় সাইজের গাড়ি। ফ্যামিলি কারের পরিবর্তে রিয়াল সাইজ SUV কিংবা হার্ডকোর Offroader গাড়ির প্রতি দারুণ আগ্রহ রয়েছে সাধারণের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ছোটো গাড়ির পরিবর্তে মানুষ এখন পছন্দ করছেন বড় সাইজের গাড়ি। ফ্যামিলি কারের পরিবর্তে রিয়াল সাইজ SUV কিংবা হার্ডকোর Offroader গাড়ির প্রতি দারুণ আগ্রহ রয়েছে সাধারণের মধ্যে। চলতি বছরে Offroader গাড়ি বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ জুলাই মাসেই হয়তো লঞ্চ হবে নতুন এডিসনের একটি গাড়ি।

Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে Offroader গাড়ি বলতে অনেকেই পছন্দ করেন Mahindra Thar -কে। এছাড়াও সাড়া ফেলেছে Maruti Suzuki Jimny। এই দুই গাড়িকে টক্কর দিতে নতুন করে আত্মপ্রকাশ করতে চলেছে Force Gurkha। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসে Gurkha -র নতুন এডিশন বাজারে লঞ্চ করতে পারে ফোর্স। আগের এডিশন বন্ধ করে দেওয়া হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল Force Gurkha নতুন জেনারেশন প্রসঙ্গে। মনে করা হচ্ছে যে বাজারে টিকে থাকার জন্য নিজেদের এই Offroader গাড়িতে একাধিক পরিবর্তন করতে পারে কোম্পানি।

Advertisements

ফোর্স মোটরস এবং মার্সিডিজ-বেঞ্জের সহযোগিতায় নির্মিত টার্বো ডিজেল ইঞ্জিন সমন্বিত গুর্খার অসাধারণ অফরোডিং ক্ষমতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই SUV-তে একটি ২ হাজার ৫৯৬ সিসি ইঞ্জিন রয়েছে যা ৯০ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। 4×4 এর সাথে গাড়ির সাসপেনশন ম্যানুয়াল ডিফারেনশিয়াল লক রয়েছে।

আসন্ন গুর্খার ইঞ্জিনও পরিবর্তন করা হবে বলে মনে করা হচ্ছে। ইঞ্জিনের শক্তি আগের থেকে আরও বাড়ানো হতে পারে। নতুন গুর্খা ২.৫ লিটার ডিজেল ইঞ্জিনের পাশাপাশি ১৫০ বিএইচপি পাওয়ার সহ লঞ্চ করা হতে পারে। ৫ ডোর ভ্যারিয়েন্ট এবং ৬ জনের বসার জায়গা রাখা হতে পারে নতুন Force Gurkha-তে। এখনও পর্যন্ত গুর্খায় অন্যান্য ফিচারের মধ্যে থাকতে পারে ছয়টি এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, হিল হোল্ড কন্ট্রোল অ্যান্ড অ্যাসিস্ট, ইনফোটেইনমেন্ট সিস্টেম, নেভিগেশন, ক্লাইমেট কন্ট্রোল এসি, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, প্যানারোমিক সানরুফ, ১৬ ইঞ্চি অ্যালয় হুইল, ৮-ওয়ে অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট এবং এলইডি লাইট।

Advertisements