আবারও লঞ্চের জন্য প্রস্তুত টাটা ন্যানো। এবার অবশ্য আর সেই আগের মডেলে নয় । বরংগাড়িটি বৈদ্যুতিক ভার্সনে আসতে চলেছে বলে শোনা গিয়েছে। অর্থাৎ, বাজারে দেখা যাবে বৈদ্যুতিক সংস্করণে টাটা ন্যানো পাবেন।
টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িতে আপনাকে লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হবে। শুধু তাই নয়, এই টাটা ন্যানো ইভিতে আপনাকে দুটি ব্যাটারি প্যাক অপশন দেওয়া হতে পারে। আপনি এতে প্রথম 19 কিলোওয়াট ব্যাটারি পেতে পারেন বলে অনেকের অনুমান। ২৫৯ কিলোমিটার রেঞ্জ বা মাইলেজ পেতে পারেন। এমনটাও অনেকে ধারণা করছেন যে টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িতে দ্বিতীয় ব্যাটারি প্যাকটি ২৪ কিলোওয়াটের হতে পারে। যা প্রদান করতে পারবেন ৩১৫ কিলোমিটার রেঞ্জ ।
তবে একটা বিষয় বদলাচ্ছে না। সেটা হল এর বাজেট গাড়ির ত্যাগ। অনুমান করা হচ্ছে যে টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সনের দাম হতে পারে আনুমানিক ৫ লক্ষ টাকা। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই গাড়িটি সাধারণ মানুষের বাজেটে থাকতে চলেছে। এই বৈদ্যুতিক গাড়িতে একাধিক ফিচার পাবেন।
যেমন – ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, ব্লুটুথ, মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেমসহ একাধিক ফিচার পাবেন। এতে টাটা মোটরস ৭২ ভোল্টেজের এর একটি চমৎকার ব্যাটারি দিতে পারে। টাটা ইলেকট্রিক ন্যানো গাড়ির ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ২০০ কিলোমিটার পর্যন্ত চলে। ন্যানো ইলেকট্রিক এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে বলে অনেকের ধারণা।