মারুতির ঘুম ছুটিয়ে দেবে নতুন TATA Nano, আধুনিক ফিচারের সঙ্গে ৩১৫ কিলোমিটার মাইলেজ!

রতন টাটার ড্রিম কর টাটা ন্যানো। বহু মানুষের গাড়ি কেনার ইচ্ছা পূরণ করেছে এই গাড়ি। টাটা ন্যানোর উৎপাদন বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

রতন টাটার ড্রিম কর টাটা ন্যানো। বহু মানুষের গাড়ি কেনার ইচ্ছা পূরণ করেছে এই গাড়ি। টাটা ন্যানোর উৎপাদন বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু মানুষের মনে জায়গা করে নিয়েছে চিরতরে। টাটা ন্যানো এবার আসতে চলেছে ইলেকট্রিক অবতারে।

Advertisements

রতন টাটার প্রিয় গাড়ি টাটা ন্যানো ইলেকট্রিক ভার্সন আকর্ষণীয় ডিজাইন এবং হাই টেক ফিচারে সঙ্গে আগামী দিনে দেখা যাবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়িয়ে টাটা ন্যানো ইলেকট্রিককে আরও বড় আকারের অ্যালয় হুইল দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। টাটা ন্যানো ইভিকে স্পোর্টি লুকে দেখা যাবে বলে অনুমান। এর পাশাপাশি এই টাটা ন্যানোতে আপনি দেখতে পাবেন ভিন্ন ডিজাইন ও লুক।

Advertisements

টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িতে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে সহ ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ ও ইন্টারনেট কানেক্টিভিটি, ৬ স্পিকার সাউন্ড সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, ইবিডিসহ এবিএস, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, মাল্টি ইনফরমেশন ডিসপ্লে এবং রিমোট লকিংয়ের মতো ফিচার থাকতে পারে।

টাটা ন্যানো বৈদ্যুতিক গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হতে পারে। আলোচ্য এই গাড়ি দুটি ব্যাটারি প্যাক অপশন দেওয়ার সম্ভাবনা প্রবল। এটি প্রথমে ১৯ কিলোওয়াট ব্যাটারি দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এর রেঞ্জ হবে ২৫০ কিলোমিটার। টাটা ন্যানো বৈদ্যুতিক গাড়ির দ্বিতীয় ব্যাটারি প্যাকটি ২৪ কিলোওয়াট এর হতে পারে, যা ৩১৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে পারে। অনুমান করা হচ্ছে যে টাটার এই বৈদ্যুতিক গাড়িটি প্রায় ৫ লক্ষ টাকায় পাওয়া যেতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Advertisements