অখুশি বিকারগ্রস্থ স্বামীর স্ত্রী, আড়াল থেকে সব টের পেল পাড়ার ছেলেরা… বাকিটা জানতে একা দেখুন

প্রতি নিয়ত কোনো এক না কোনো ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে। মুঠো ফোনের মধ্যে একবার সার্চ করলেই পেয়ে যাবেন আপনার পছন্দের শো। আসলে এক সময় সিনেমা,…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

প্রতি নিয়ত কোনো এক না কোনো ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে। মুঠো ফোনের মধ্যে একবার সার্চ করলেই পেয়ে যাবেন আপনার পছন্দের শো। আসলে এক সময় সিনেমা, সিরিয়াল যেমন তুমুল জনপ্রিয় ছিল, এখন তেমনই সমানভাবে জনপ্রিয় হয়েছে ওয়েব সিরিজ।

Advertisements

বেশ কিছু ওয়েব সিরিজ রয়েছে যেগুলো সবার সঙ্গে বসে দেখা যায়, যাকে বলে ফ্যামিলি শো। আবার এমনও কিছু ওয়েব সিরিজ রয়েছে যেগুলো শুধু একা দেখা জন্য, যাকে বলে ১৮+ শো। এই ধরণের ওয়েব সিরিজগুলো একের পর এক এক বোল্ড দৃশ্যে ভরা থাকে। OTT প্ল্যাটফর্মের সৌজন্যে ওয়েব সিরিজগুলোতে নতুন নতুন ছেলে মেয়েরাও কাজ পাচ্ছেন। একাধিক সুন্দরী নায়িকাকে দেখা যাচ্ছে এই সমস্ত ওয়েব সিরিজে।

Advertisements

Adult ওয়েব সিরিজ তৈরি করার ব্যাপারে মোটেও পিছিয়ে নেই আমাদের দেশ। বরং রয়েছে এ ধরনের একাধিক ওয়েব সিরিজ নির্মাণকারী হাউস। যার মধ্যে জনপ্রিয় একটি নাম Ullu। তাদের নতুন একটি ওয়েব সিরিজ সম্প্রতি লঞ্চ করা হয়েছে। যেটা ইতিমধ্যে নেটিজেনদের অনেকের বেশ পছন্দ করতে শুরু করেছেন। ওয়েব সিরিজের নাম – আনাড়ি।

গল্প আবর্তিত হয়েছে একটি মানসিকভাবে বিকারগ্রস্ত ছেলেকে কেন্দ্র করে। ছেলেকে ঠিক করে লোকের পরামর্শে বিয়ে দেওয়া হয় তার। কিন্তু তাতেও কাজ হয় না। কারণ সে শারীরিকভাবেও সুস্থ হয়। খবরটা পৌঁছয় পাড়ার ছেলেদের কাছে। বাকিটা জানতে হলে ট্রেলারটি আগে একবার দেখে নিন।

Advertisements