নতুন বছরে গাড়ি কিনতে চান? চটপট দেখে নিন পাঁচটি অসাধারণ গাড়ি

নতুন বছরে গাড়ি কিনতে চান? তবে গাড়ি কেনার আগে কিন্তু একটু বাজার দরটা আপনাকে ঘুরে নিতে হবে। না হলে কিন্তু হয়ত ভালো গাড়িটা আপনার জন্য…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

নতুন বছরে গাড়ি কিনতে চান? তবে গাড়ি কেনার আগে কিন্তু একটু বাজার দরটা আপনাকে ঘুরে নিতে হবে। না হলে কিন্তু হয়ত ভালো গাড়িটা আপনার জন্য একেবারে মিস হয়ে যাবে, তাই আর দেরি না করে চটপট দেখে নিন তো নতুন বছরে ঠিক কি কি ধরনের চারচাকা গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। পরপর পাঁচটি গাড়ির নাম এবং তার সমস্ত বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব।

Advertisements

১) Tata Nexon EV – টাটা নেক্সন ইভি দেশের সব থেকে বেশি বিক্রি হওয়া অসাধারণ জনপ্রিয় একটি গাড়ি। যা ফুল চার্জে 437 কিলোমিটার পর্যন্ত চলে যায়। এই গাড়িটি যথেষ্ট সুরক্ষিত এবং কমফোর্টেবল যারা বিনোদনের জন্য গাড়ি চাইছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি একদম উপযুক্ত। এটি কেনার জন্য এক্স-শোরুম বাবদ খরচ করতে হবে 14.74 লাখ টাকা।

Advertisements

২) BYD Atto 3- আন্তর্জাতিক বাজারে টেসলা ছাড়াও এই গাড়ির ব্যাপক দাপট। এই গাড়িটি কিন্তু শুধু ভারতে নয় বিদেশেও কিন্তু এর বেশ চাহিদা রয়েছে বৈদ্যুতিক গাড়ি দুনিয়ার দারুন জনপ্রিয়তা রয়েছে, অসাধারণ এই চার চাকা গাড়িটির মূলত হাই রেঞ্জ এবং অসাধারণ লাগজারি ডিজাইন মানুষকে বেশ আকর্ষিত করে এছাড়াও যারা কমফোর্টেবল গাড়ি চেয়েছেন তাদের জন্য গাড়িটি উপযুক্ত। BYD Atto 3-এ ফুল চার্জে রেঞ্জ পাওয়া যাবে 521 কিলোমিটার। এই SUV কেনার জন্য খরচ করতে হবে 33.99 লাখ টাকা।

৩)Mahindra XUV400 – ভারতে আরেকটি জনপ্রিয় গাড়ি হল মাহেন্দ্রার একমাত্র অসাধারণ এই গাড়ি। অন্যান্য গাড়ির থেকেও এই গাড়িটি কিন্তু বেশ অসাধারণ এবং অন্যান্য গাড়ির সঙ্গে রীতি মতন টক্কর দিতে পারে পেট্রোল গাড়ির পাশাপাশি ইভিতেও বাজারে দখল করেছে মাহেন্দ্রার xuv ৪০০। অসাধারণ এই গাড়িটির দাম মাত্র ১৫ লক্ষ ৯৯ হাজার টাকা।

৪) MG ZS EV- আরেকটি অসাধারণ গাড়ির কোম্পানি হল মরিস গ্যারাজ বা MG Motor ব্রিটেনের কোম্পানি। ভারতে বেশ কয়েকটি গাড়ি বিক্রি করে তারা। এরাই 2023 সালে সবথেকে সস্তা 7.98 লাখ টাকা দামের Comet EV লঞ্চ করেছিলেন। এর দাম চার চাকা ZS EV এর তুলনায় কম। কারণ ZS ফুল চার্জে 461 কিলোমিটার যেতে পারে। গাড়ির দাম মাত্র 22.80 লাখ টাকা।

৫) Hyundai Kona -ভারতে একাধিক সস্তা গাড়ি বিক্রি করে Hundai. দক্ষিণ কোরিয়ার নামকরা সংস্থা ভারতের বাজারে গাড়ি বিক্রি করে বেশ অনেকটাই নাম কামিয়েছে। ভারতে তারা যে নতুন ইভি নিয়ে এসেছে তার নাম Kona Electric। গাড়িটি রেঞ্জ ফুল চার্জে 452 কিলোমিটার। অত্যাধুনিক ডিজাইন এবং ফিচার্স সম্পন্ন এই গাড়ি। যার দাম 23.84 লাখ টাকা।

Advertisements