একবার চার্জ দিলে ফোন চলবে ১২ দিন, দাম মাত্র ৩ হাজার টাকারও কম

সম্প্রতি Nokia আরও দুটো নতুন ফোন বাজারে ছেড়েছে। স্মার্ট ফোন সেগমেন্টে একাধিক ফোন লঞ্চ করেছে কোম্পানি। তবুও মানুষ নোকিয়ার ফোন বলতে আজও সাবেকি কয়ার্টি ফোনের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

সম্প্রতি Nokia আরও দুটো নতুন ফোন বাজারে ছেড়েছে। স্মার্ট ফোন সেগমেন্টে একাধিক ফোন লঞ্চ করেছে কোম্পানি। তবুও মানুষ নোকিয়ার ফোন বলতে আজও সাবেকি কয়ার্টি ফোনের কথাই প্রথমে মনে করেন। কোম্পানিও সে কথা জানে। আর গায় তাদের নতুন ফোন দুটো সাধারণ মানুষের প্রয়োজনীয়তা এবং নস্টালজিয়ার কথা মাথায় রেখে ছাড়া হয়েছে বাজারে।

Advertisements

Nokia 110 4G এবং Nokia 110 2G দুটি নতুন ফোন বাজারে পাওয়া যাচ্ছে। নতুন ফোনগুলি ওয়্যারলেস এফএম রেডিও ফিচার রয়েছে। Nokia 110 4G-তে এইচডি ভয়েস কলিং ফিচার রয়েছে। তার থেকেও বড় কথা, এই ফোন একবার ফুল চার্জ করলে টানা ১২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে। ভারতে Nokia 110 4Gর দাম ২,৪৯৯ টাকা এবং Nokia 110 2G-র দাম ১,৬৯৯ টাকা। ফোনটি আর্কটিক পার্পল এবং মিডনাইট ব্লু রঙের অপশনের সাথে পাওয়া যায়। অন্যদিকে Nokia 110 2G চারকোল এবং নীল রঙের অপশনে পাওয়া যায়।

Advertisements

নোকিয়া ইন্ডিয়ার ওয়েবসাইট, অনলাইন চ্যানেলে দুটি ফোনই বিক্রির জন্য উপলব্ধ। নোকিয়া 110 4 জি এবং নোকিয়া 110 2 জি সিরিজ 30+ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ১.৮ ইঞ্চি QVJA ডিসপ্লে রয়েছে। উভয় মডেলে তারযুক্ত এবং ওয়্যারলেস মোড সহ এফএম রেডিও রয়েছে। এর মধ্যে একটি MP3 প্লেয়ার রয়েছে। Nokia 110 4G হ্যান্ডসেটটিতে রয়েছে ন্যানো সিম সাপোর্ট। রয়েছে এইচডি ভয়েস কলিং অফার করে। এছাড়াও এতে রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ব্লুটুথ ৫ কানেক্টিভিটি।

Nokia 110 4G

হ্যান্ডসেটটিতে সিঙ্গল স্পিকার এবং মাইক্রোফোন সহ একটি মাইক্রো ইউএসবি পোর্টও রয়েছে। ফোর জি সেটটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১,৪৫০ এমএএইচ ব্যাটারি।

Advertisements