অভাবনীয় কম দামে নোকিয়ার বাম্পার ফোন, এক দিন চার্জ দিলে চলবে ১৮ দিন

নোকিয়া বাজারে আনতে চলছে ২ ডিসপ্লের একটি দুর্ধর্ষ স্মার্টফোন। আকর্ষণীয় হতে চলেছে এর ব্যাটারি ফিচার। চলবে ১৮ দিন, খরচ হবে কম। প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

নোকিয়া বাজারে আনতে চলছে ২ ডিসপ্লের একটি দুর্ধর্ষ স্মার্টফোন। আকর্ষণীয় হতে চলেছে এর ব্যাটারি ফিচার। চলবে ১৮ দিন, খরচ হবে কম। প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে আজকের দিনে প্রায় সবারই ফোনে টাচ বা কিপ্যাড ফোন দেখা যায়, হাতে হাতে ধুরছে স্মার্টফোন। আগে ভারতীয় বাজারে কার্যত রাজত্ব করত নোকিয়ার ফোন। কালের নিয়মে কোম্পানি হারিয়েছে সেই রাজত্ব।

Advertisements

বর্তমানে খুব কম মানুষই নোকিয়ার ফোন বা নোকিয়ার অন্য কোনো গ্যাজেট ব্যবহার করেন। আপনি যদি খুব কম বাজেটে ভালো আকর্ষণীয় ডিসপ্লের ফোন কিনতে চান, তাহলে অবশ্যই একবার এই নোকিয়া ফোনটির কথা ভেবে দেখতে পারেন। কিছুদিন আগে নোকিয়া ২৭৮০ ফ্লিপ নামে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই স্ক্রিনের একটি মোবাইল ফোন লঞ্চ করেছে। প্রাথমিকভাবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ করা হয়েছে। তবে শীঘ্রই এই ফোনটি ভারতেও দেখা যাবে। যুক্তরাষ্ট্রে গত ১৫ নভেম্বর থেকে ৮০ ডলার দামে ফোনটি বিক্রি শুরু হয়েছে। সেই ধারা বজায় রাখলে নোকিয়ার নতুন এই ফোনটির ভারতীয় বাজার মূল্য হতে পারে ৬ হাজার ৭০০ টাকা বা প্রায় সাত হাজার টাকা।

Advertisements

নোকিয়া ২৭৮০ ফ্লিপ ফোনে দু’টি ডিসপ্লে রয়েছে। রয়েছে ৩২০×২৪০ পিক্সেলের ২.৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। এছাড়াও থাকছে ১.৭৭ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে। ফোনটিতে রয়েছে ৫১২ এমবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪ জিবি র র‍্যাম। প্রয়োজন অনুযায়ী মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করে নিতে পারবেন। এই ফোনের পিছনে ৫ মেগাপিক্সেলের সিঙ্গল ক্যামেরা রয়েছে। ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইটও দিচ্ছে কোম্পানি।

কোম্পানির দাবি, একবার চার্জ দিলেই এই ফোনের ব্যাটারি চলবে ১৮ দিন। এই ফোনটিতে একটি শক্তিশালী ব্যাটারি হয়েছে। ব্যাটারিটি খোলা ফোন থেকে খোলা যাবে।

Advertisements