কয়েক মিনিটে ফুল চার্জ হবে এই ফোন, স্মার্টফোন বাজারে নকিয়ার ধামাকা

নকিয়া ধীরে ধীরে স্মার্টফোনের বাজারে পা রাখার আপ্রাণ চেষ্টা করছে। নিজেদের লোগো পরিবর্তনের পাশাপাশি স্মার্টফোন বাজারে জোরালো এন্ট্রি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নকিয়া। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

নকিয়া ধীরে ধীরে স্মার্টফোনের বাজারে পা রাখার আপ্রাণ চেষ্টা করছে। নিজেদের লোগো পরিবর্তনের পাশাপাশি স্মার্টফোন বাজারে জোরালো এন্ট্রি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নকিয়া।

Advertisements

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2023) চলাকালীন, সংস্থাটি তার আসন্ন ফোন Nokia Magic X এবং Nokia C99 (ভারতে Nokia C99 লঞ্চের তারিখ) ঘোষণা করেছে। তবে এই ফোনটি এখনও ভারত বা অন্যান্য বাজারে লঞ্চ হয়নি। ফোনটি সম্পর্কে অনেক তথ্য ফাঁস হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে।

Advertisements

প্রথমত, যদি আমরা Nokia C99 এর কথা বলি, তাহলে ফোনটির দাম হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। নোকিয়া সি৯৯ ছাড়াও কোম্পানি আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে – নোকিয়া ম্যাজিক ম্যাক্স। তথ্য অনুযায়ী, খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। এতে থাকতে পারে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ গিগাহার্টজ। এই ফোনের দাম এবং ভ্যারিয়েন্টের কথা বললে, আপনি 8GB/12GB/16GB RAM এবং 256GB/512GB ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের বিভিন্ন ভেরিয়েন্ট দেখতে পাবেন। ফোনের ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে দামও নির্ধারণ করা হবে। ভারতের বাজারে এর দাম দেখা যাবে ৪৪,৯০০ টাকা।

 

স্মার্টফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। থাকবে ১৪৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এতে 7950mAh নন-রিমুভেবল ব্যাটারি থাকতে পারে, যা ১৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের জন্য সাপোর্ট দেবে। কয়েক মিনিটেই ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে এই ফোন।

Advertisements