বিশ্ববাজারে নিজেদের পুরনো জায়গা ফিরে পেতে আপ্রাণ লড়াই চালাচ্ছে মোবাইল ফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। একসময় নিজেদেরকে এন্ড্রয়েড ফোনে আপগ্রেড না করে ভারতসহ বিশ্বের একাধিক বড় দেশের বাজার হারায় এই স্মার্টফোন নির্মাণ কোম্পানিটি। তবে সম্প্রতি একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে নোকিয়া। খুব শীঘ্রই বিশ্ববাজারে নোকিয়া তাদের প্রধান অস্ত্র Nokia Magic Max ফোনটি লঞ্চ করতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-
বর্তমান সময়ে ফোন মানেই গ্রাহকদের কাছে আগে আলোচনায় উঠে আসে তার ক্যামেরা সম্পর্কে। যদি নোকিয়ার এই নতুন ফোনটির ক্যামেরা সম্পর্কে বলি, তবে 144MP প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 64MP + 48MP এর দুটি ভিন্ন ক্যামেরা সেন্সর দেখা যাবে মোবাইলটির পেছনে। এছাড়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, সেলফি তোলার জন্য 64MP-র দুর্দান্ত সেলফি ক্যামেরা থাকবে তাদের নতুন এই মোবাইলটিতে। দুর্দান্ত ক্যামেরা সেটআপ গ্রাহকদের দৃষ্টি আকর্ষণে সহায়তা করবে বলে মনে করছে এই মোবাইল নির্মাণ কোম্পানি।

যদি ফোনটির অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 8GB/12GB/16GB RAM এর সাথে 256GB/512GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট লক্ষ্য করবেন গ্রাহকরা। তাদের নতুন এই ফোনটিতে 7950mAh-এর বিশাল ব্যাটারি ভান্ডারের পাশাপাশি বিশাল এই ব্যাটারি চার্জ করার জন্য 180W ফাস্ট চার্জিং-এর ব্যবস্থা রয়েছে বলেও জানা গেছে। যা মাত্র কয়েক মিনিটে মোবাইল টিকে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

যদি দুর্দান্ত এই মোবাইলটির ভারতীয় বাজারে লঞ্চের কথা বলি তবে নোকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ২৪ অক্টোবর ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে দুর্দান্ত এই স্মার্টফোনটি। যদি দামের কথা বলি, তবে অনুমান করা হচ্ছে, 32,990 টাকা হতে পারে ফোনের প্রাথমিক মূল্য।







