Nokia Mate Max: iPhone কে টক্কর দিতে বড় পদক্ষেপ, 144MP ক্যামেরা সহ 6,900mAh ব্যাটারির স্মার্টফোন নিয়ে এলো Nokia

আপনি যদি এই মুহূর্তে একটি দুর্দান্ত স্মার্টফোন কিনতে চান, তবে এই নিবন্ধটি সম্পন্ন আপনার জন্য। আজ আমরা এই নিবন্ধে নোকিয়ার এমন একটি স্মার্টফোনের সাথে পরিচয়…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আপনি যদি এই মুহূর্তে একটি দুর্দান্ত স্মার্টফোন কিনতে চান, তবে এই নিবন্ধটি সম্পন্ন আপনার জন্য। আজ আমরা এই নিবন্ধে নোকিয়ার এমন একটি স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটির ফির্চাস দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। পৃথিবীর অন্যতম সেরা মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়া বিগত দুই বছরে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে বিশ্ববাজারে। বর্তমানে এই সংস্থাটি স্মার্টফোনের জগতে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সবচেয়ে কম মূল্যে গ্রাহকদের হাতে অবিশ্বাস্য স্মার্টফোন তুলে দিচ্ছে। সম্প্রতি নোকিয়া তাদের নতুন স্মার্টফোন Nokia Mate Max লঞ্চ করেছে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, নোকিয়ার নতুন ফোনটির দুর্দান্ত ফির্চাস সম্পর্কে-

Advertisements

বিশ্ব বাজারের নিজেদের রমরমা হারানোর পর বর্তমানে ঘুরে দাঁড়ানোর লড়াই করছে নোকিয়া। সম্প্রতি নতুন ফোন Nokia Mate Max লঞ্চ করেছে কোম্পানিটি। যদি নতুন এই ফোনটির ডিসপ্লের কথা বলি, তবে এতে কর্নিং গরিলা গ্লাস 7 প্রোটেকশনের সাথে 6.9 ইঞ্চির সুপার ‌অ্যামোলেড ডিসপ্লে লক্ষ্য করা যাবে। দুর্দান্ত এই স্মার্টফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের দ্বারা রান হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের প্রসেসরের কথা বলি, তবে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898+ চিপসেট লক্ষ্য করা যাবে। দুর্দান্ত এই মোবাইলটিতে অবিশ্বাস্য ক্যামেরা সেট-আপ দেখতে পাবেন আপনি। ফোনটিতে 144 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরার পাশাপাশি 16-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 8-মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেখতে পাবেন। একই সঙ্গে এতে 5 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরাও লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

পাশাপাশি সেলফি প্রেমীদের জন্য দুর্দান্ত এই স্মার্টফোনে 64 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া যদি ব্যাটারির কথা বলি, তবে এই স্মার্ট ফোনে ফার্স্ট চার্জিং সাপোর্টসহ 6,900mAh বিশাল ব্যাটারি প্যাক পাবেন গ্রাহকরা। যদি দামের কথা বলি, তবে দুর্দান্ত এই স্মার্টফোনটি মাত্র 26,000 টাকায় ক্রয় করতে পারবেন আপনি।

Advertisements