দেশের অন্যতম সাশ্রয়ী বাইক প্রস্তুকারক কোম্পানি হিসেবে Bajaj এর সুনাম রয়েছে। কোম্পানির অন্যতম ফ্ল্যাগশিপ বাইক Bajaj CT100। বছরের পর বছর ধরে বহু মধ্যবিত্ত ঘরের চাহিদা মেটাচ্ছে এই বাইক। আগামী দিনে হয়তো এই বাইকের দাম বাড়বে। সেটা পরের কথা। এখন বিভিন্ন জায়গায় Bajaj CT100 পাওয়া যাচ্ছে একেবারে জলের দরে। কম দামে বাইক কেনার ভাবনা থাকলে এই প্রতিবেদন আপনার জন্যই।
পুরনো জিনিস কম দামে কেনা বেচার বিভিন্ন ওয়েব সাইট রয়েছে। সেখানে অনেকেই নিজের পুরনো Bajaj CT100 বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছেন। বাইক কেনার আগে অবশ্যই বাইকের কন্ডিশন, কাগজপত্র ইত্যাদি দেখে তবে কেনা উচিৎ। কিনতে না চাইলেও দেখতে ক্ষতি কী? তাই আপনার জন্য তুলে ধরা হল বিভিন্ন ওয়েব সাইটে বিক্রির জন্য দেওয়া Bajaj CT100 সম্পর্কিত তথ্য।
বাজাজ সিটি ১০০ বাইকের একটি ভালো অফার Quikr ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। এখানে ২০১৬ সালের মডেলের এই বাইকটি বিক্রির জন্য দেওয়া রয়েছে। এই বাইকটি খুব কম চালানো হয়েছে এবং এটি খুব ভাল কন্ডিশনে রয়েছে বলে মনে করা হচ্ছে। এখান থেকে কিনলে আপনার খরচ হতে পারে মাত্র ২১,০০০ টাকা।
বাজাজ সিটি ১০০ বাইকের অন্য একটি অফার DROOM ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে ২০১৭ সালের মডেলের এই বাইকটি বিক্রি হচ্ছে। এই বাইকটিও খুব কম চালানো হয়েছে এবং এটি খুব ভাল অবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে। এখান থেকে কিনলে আপনাকে দিতে হবে মাত্র ২৫ হাজার টাকা।
বাজাজ সিটি ১০০ বাইকের আরও একটি অফার আপনি পেয়ে যাবেন OLX ওয়েবসাইটে। এখানে ২০১৯ মডেলের সিটি ১০০ বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই বাইকটি খুব চালানো হয়নি বলেই দাবি করা হচ্ছে এবং দেখে মনে হবে কন্ডিশন বেশ ভালো। OLX ওয়েবসাইট থেকে কিনলে এই বাইকটির দাম পড়বে ২৫ হাজার ৫০০ টাকা।