স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য এবার বড় সুসংবাদ নিয়ে এলো মোবাইল ফোন নির্মাণ সংস্থা OnePlus। চোখ ধাঁধানো বৈশিষ্ট্যের সঙ্গে দুর্দান্ত ডিজাইন, OnePlus-এর নতুন এই ফোনটি কিনতে ইতিমধ্যে লাইন দিচ্ছেন গ্রাহকরা। মোবাইল ফোন বিশেষজ্ঞদের মতে, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে এই স্মার্ট ফোন লঞ্চ করেছে OnePlus। আজ আমরা OnePlus-এর নতুন স্মার্ট ফোন OnePlus Ace 2 সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক ফোনটির দুর্দান্ত কিছু বৈশিষ্ট্য-
যদি OnePlus Ace 2 ফোনের দুর্দান্ত বৈশিষ্ট্যের কথা বলি, তবে এই ফোনটি OnePlus Ace 2 Genshin Impact Limited Edition-এর মত দুর্দান্ত ডিজাইন করা হয়েছে। দুর্দান্ত এই স্মার্টফোনটি লিমিটেড হওয়ার কারণে এই ফোনটিতে চামড়ার কাজ লক্ষ্য করা যায়। গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে এই স্মার্টফোনটি 18GB RAM এবং 512GB স্টোরেজদের সাথে উপলব্ধ করিয়েছে কোম্পানি।

দুর্দান্ত এই স্মার্টফোনটির সবচেয়ে আকর্ষণীয় বিভাগ হল এর ডিসপ্লে। OnePlus Ace 2 ফোনটিতে 6.64 ইঞ্চির 1.5K Amoled ডিসপ্লে লক্ষ্য করা যায়। ফোনটি Snapdragon 8+ GEN প্রসেসরের সাহায্যে রান করবে। তাছাড়া এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেট-আপ পাবেন আপনি।

OnePlus-এর সুপার এই মোবাইলটি 100W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারির সাথে বাজারে উপলব্ধ রয়েছে। যদি দুর্দান্ত এই ফোনের দামের কথা বলি, তবে মোবাইল নির্মাণ কারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ফোনটি এই মুহূর্তে 538 ডলারে (44,145 টাকা) বিক্রি করা হবে। উল্লেখ্য, আগামী 24 এপ্রিল থেকে সুদূর চীনে ফোনটির বুকিং শুরু হবে।







