নতুন ফোন লঞ্চ করার আগে বাজার আরও একটু বুঝে নেওয়া দরকার। ফোনের বা যে কোনো প্রোডাক্টের বিক্রি অনেকটা নির্ভর করে থাকে মার্কেটিং বা বিপণনের ওপর। সিনেমা রিলিজ হওয়ার আগে যেমন টিজার, তারপর ট্রেলার লঞ্চ করা হয়, তেমনই ফোনের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা বৃদ্ধি করার কৌশল জানা রয়েছে ফোন প্রস্তুতকারক সংস্থাগুলোর। সেই কৌশল অবলম্বন করে জল মাপা শুরু করে দিয়েছে OnePlus। হাইপ বাড়তে শুরু করেছে OnePlus Nord সিরিজের ফোনের ব্যাপারে।
সম্প্রতি ওয়ানপ্লাস তাদের “দ্য ল্যাব” প্রচারাভিযানের জন্য একটি পোস্ট প্রকাশ করেছে। মনে করা হচ্ছে কোম্পানির এই উদ্যোগ যা মূলত প্রযুক্তি প্রেমীদের মধ্যে আরও একটু জল্পনা উস্কে দেওয়ার জন্য এই পন্থা। কোম্পানির পক্ষ থেকে করা সেই পোস্টে নিশ্চিত করা হয়েছে যে আসন্ন ফোনটির নাম হবে OnePlus Nord 3। জুলাইয়ের শেষের দিকে ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus Nord 3। তবে আনুষ্ঠানিকভাবে লঞ্চের কোনো তারিখ কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে OnePlus Nord 3 সম্পর্কে বেশ কিছু কানাঘুষো শোনা গিয়েছে। সেই সূত্র ধরে মনে করা হচ্ছে যে এই ফোন লঞ্চ হতে পারে চলতি বছরের মাঝামাঝি সময়ে। সব ঠিক থাকলে হয়তো জুলাই মাসেই হতে পারে প্রতীক্ষার অবসান।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে OnePlus Nord 3 গিকবেঞ্চ ওয়েবসাইটে মিডিয়াটেক ডাইমেনশন ৯০০০ প্রসেসরের সাথে দেখা গিয়েছে। বহু আলোচিত এই ফোনে থাকতে পারে ১৬ জিবি র্যাম।
ফোনটি OnePlus S 2 V এর রিব্যাজড সংস্করণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটি চলতি বছরের শুরুতে চীনে লঞ্চ করা হয়েছিল। এতে রয়েছে ১৬ জিবি পর্যন্ত পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। ফোনটিতে রয়েছে ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি। এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ২.৫ডি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি+ রেজোলিউশনের অনুভূতি প্রদান করে। এর পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।