বেশ কিছুদিন আগে মোবাইল প্রস্তুতকারক সংস্থা OnePlus তাদের চোখ ধাঁধানো স্মার্ট ফোন OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চ করেছে। ফোনটির দুর্দান্ত বৈশিষ্ট্য এর গ্রাহকদের কাছে প্রধান আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে। সহজ মূল্যের এই 5G ফোনটি ক্রয় করতে গ্রাহকরা এখন লাইন দিচ্ছেন। তবে আজ আমরা এমন একটি অফার সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যে, যেটি জানার পর আপনিও OnePlus Nord CE 3 Lite 5G ফোনটি কিনতে আগ্রহী হয়ে উঠবেন। তবে অফারটি জানার পূর্বে আসুন জেনে নেওয়া যাক ফোনটির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে –
যদি OnePlus Nord CE 3 Lite 5G ফোনটির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ পাওয়া যায়। 108 মেগাপিক্সেলের প্রধান সেন্সর সহ এই ফোনে আরও দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা লক্ষ করা যায়। তাছাড়া দুর্দান্ত এই মোবাইলটিতে 6.72 ইঞ্চির একটি ফুল-এইচডি + এলসিডি ডিসপ্লেও লক্ষ্য করা যায়। যদি পাওয়ার ব্যাংকের কথা বলি তবে এই ফোনটিতে 5,000mAh ব্যাটারির পাশাপাশি 67W SuperVOOC চার্জিং সংযুক্ত করুন দেখতে পাওয়া যায়।
দুর্দান্ত এই মোবাইলটির অফার সম্পর্কে বলতে গেলে আমরা আপনাদের জানিয়ে রাখি, ই-কমার্স শপিং সেন্টার অ্যামাজনে এই ফোনটির মূল্য ধার্য করা হয়েছে 22,558 টাকা। তবে অ্যামাজন সরাসরি 11% ছাড়ে ফোনটি 19,999 টাকায় বিক্রি করছে। এর সাথে আপনি SBC ক্যাশব্যাক কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ছাড় পাবেন। তাছাড়া দুর্দান্ত এই মোবাইলটিতে 18,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে অ্যামাজন। ফলে সমস্ত অফার গ্রহণ করলে আপনি OnePlus Nord CE 3 Lite 5G মোবাইলটি মাত্র 1,499 টাকায় পেতে পারেন।