এবার বাজার সেরা স্মার্টফোন লঞ্চ করল চায়না স্মার্ট ফোন নির্মাণ কোম্পানি সংস্থা Vivo। ভারতের বাজারে Samsung, Motorola-র মত দামদার স্মার্টফোনগুলোর সঙ্গে সরাসরি টক্কর দেবে Vivo-র এই নতুন স্মার্টফোন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Vivo V27 5G স্মার্টফোন দুর্দান্ত স্পেসিফিকেশন এবং অবিশ্বাস্য ফির্চাসের সম্মিলিত রূপ হবে। যা 5G নেটওয়ার্ক সমর্থন করতে সক্ষম হবে। শুধু তাই নয়, মাত্র 30 মিনিটের চার্জে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে Vivo V27 5G। চলুন আজকের এই নিবন্ধে বাজার সেরা স্মার্টফোনের অন্যান্য বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক-
প্রথমেই যদি Vivo V27 5G স্মার্টফোনের বৃহৎ ডিসপ্লে সম্পর্কে বলি, তবে ফোনটিতে একটি 6.78-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখতে পাওয়া যাবে। যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম হবে। আপনি জানলে অবাক হবেন, Vivo V27 5G স্মার্টফোনটি 12 GB LPDDR5 RAM এবং 256 GB স্টোরেজের সাথে বাজারে উপলব্ধ হবে। পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্সের জন্য বাজার সেরা এই স্মার্টফোনে Dimensity 7200 5G শক্তিশালী চিপস সেট ব্যবহার করা হচ্ছে।
Android 13 ভিত্তিক এই স্মার্টফোনটি ক্যামেরার দিক থেকেও বাজারের যেকোনো ফোনের সাথে টক্কর দিতে সক্ষম। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে এর ব্যাক প্যানেলে প্রাইমারি লেন্স হিসেবে একটি 50MP Sony IMX766V সেন্সর + 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর + 2MP ম্যাক্রো সেন্সর সেটআপ দেখা যাবে। এছাড়া, সেলফি তোলার জন্য ফোনটির সামনে একটি 50MP অটোফোকাস ক্যামেরাও লক্ষ্য করা যাবে। ফাস্ট চার্জিং সাপোর্ট সহ দুর্দান্ত এই স্মার্টফোনটির যদি দামের কথা বলি, তবে মনে করা হচ্ছে ভারতের বাজারে ফোনটির বিক্রয় মূল্য 32,999 টাকার কাছাকাছি হতে পারে।