করোনা পরবর্তী সময়ে রোজকার জীবনে বেড়েছে ইন্টারনেটের চাহিদা। সেই সঙ্গে বড় পর্দা, টেলিভিশনের পাশপাশি এক ধাক্কায় অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ। মানুষের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নেট দুনিয়ায় আত্মপ্রকাশ করেছে একের পর এক OTT প্ল্যাটফর্ম। নেটে সার্চ করলে প্রত্যেকেই নিজের পছন্দের কনটেন্ট পেয়ে যাবেন। নেট জগতে বেশ জনপ্রিয় বোল্ড ওয়েব সিরিজ।
মানুষের মধ্যে যে অ্যাডাল্ট ওয়েব সিরিজের চাহিদা রয়েছে সেটা বলাই বাহুল্য। সেই কথা মাথায় রেখে এমন অনেক প্ল্যাটফর্ম বা প্রোডাকশন হাউজ রয়েছে যেখানে তৈরি করা হয় বিভিন্ন বোল্ড ওয়েব সিরিজ। এখন থেকে ট্রেলার রিলিজ করার পর থেকে ক্রমে বাড়তে থাকে ভিউ। সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা থাকে তুঙ্গে। এই প্রতিবেদনে এমন কিছু OTT প্ল্যাটফর্মের কথা রয়েছে যেখানে গেলে পেয়ে যাবেন প্রচুর বোল্ড কনটেন্ট।
Ullu
সম্প্রতি সময়ের অন্যতম জনপ্রিয় একটি নাম। এখন থেকে প্রতিনিয়ত রিলিজ করা হচ্ছে হট ওয়েব সিরিজ। যেগুলো একেবারেই সবার সঙ্গে দেখার মতো নয়। Ullu orginals এর পালাং তোড, চরমসুখ ইত্যাদি নেটিজেনদের একাংশের মধ্যে বেশ জনপ্রিয় ওয়েব সিরিজ। ১ মিলিয়নের বেশিবার ডাউনলোড হয়েছে Kooku অ্যাপ।
Kooku
Ullu অ্যাপের পরেই নাম নিতে হয় Kooku এর। এখানেও বিভিন্ন অ্যাডাল্ট ওয়েব সিরিজ রিলিজ করা হয়। হিন্দি, ভোজপুরি এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় ওয়েব সিরিজ রিলিজ করা হয় এই প্ল্যাটফর্ম থেকে।
PrimeFliks
সফট পর্ন জাতীয় ওয়েব সিরিজ রিলিজ করার ব্যাপারে বেশ জনপ্রিয় PrimeFliks। দেশী রোমিও, ইশকোহলিক এদের অন্যতম জনপ্রিয় সিরিজ। ভুলেও এই সিরিজগুলো সবার সামনে দেখবেন না।
Nuefliks
রগরগে সিনে ভর্তি ওয়েব সিরিজ রিলিজ রয়েছে Nuefliks এ। মূলত দেশী অ্যাডাল্ট কনটেন্টের জন্য এটি বিখ্যাত।