ফের তেলের দামে পরিবর্তন, আপনার শহরেও কি বাড়ল দাম? জেনে নিন দ্রুত

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার অপরিশোধিত তেলের দামে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। যদিও ভারতে তেলের দামে এর প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। যদিও আন্তর্জাতিক বাজারে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার অপরিশোধিত তেলের দামে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। যদিও ভারতে তেলের দামে এর প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। যদিও আন্তর্জাতিক বাজারে তেলের দামে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে।

Advertisements

WTI এ অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ০.২৪ ডলার কমে ৭০.৪০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ০.২৩ ডলার কমে ৭৫.১৮ ডলারে দাঁড়িয়েছে। গত এক বছর ধরে সারা দেশে পেট্রোল, ডিজেলের দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে।

Advertisements

দেশের তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের সর্বশেষ দাম আপডেট করে প্রতিনিয়ত। সারা দেশের তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের সর্বশেষ দাম প্রকাশ করেছে মঙ্গলবার। বেশিরভাগ শহরে তেলের দাম স্থিতিশীল রয়েছে, তবে পাঞ্জাবে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

হিমাচল প্রদেশে পেট্রোলের দাম বেড়েছে ৫৬ পয়সা, ডিজেলের দাম ৫০ পয়সা, ছত্তিশগড়ে পেট্রোলের দাম বেড়েছে ৫০ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৪৯ পয়সা। এ ছাড়া তেলেঙ্গানায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। অন্যদিকে রাজস্থানে পেট্রোলের দাম ৩১ পয়সা এবং ডিজেলের দাম ২৮ পয়সা কমেছে।

সরকারি তেল সংস্থাগুলির পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, নয়ডাতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬.৯২ টাকা। দাম বেড়েছে ২৭ পয়সা। ডিজেলের দামও লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯০.০৮ টাকায়। বিহারের রাজধানী পাটনায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে হয়েছে ১০৭ টাকা ৪৮ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ২২ পয়সা বেড়ে হয়েছে ৯৪ টাকা ২৬ পয়সা। হরিয়ানার রাজধানী গুরুগ্রামে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৭ পয়সা বেড়ে হয়েছে ৯৭.৯৭ টাকা এবং ডিজেলের দামও ৭ পয়সা বেড়ে হয়েছে ৮৯.৮৪ টাকা।

 

আপনি যদি ঘরে বসেই পেট্রোল এবং ডিজেলের দাম জানতে চান তাহলে আইওসিএলের ওয়েবসাইট এবং মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। মেসেজের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার শহরের তেলের দামের আপডেট। ইন্ডিয়ান অয়েলের (আইওসিএল) গ্রাহকদের আরএসপি কোড টাইপ করে 9224992249 নম্বরে মেসেজ পাঠাতে হবে। একই সঙ্গে বিপিসিএল গ্রাহকরা তাদের শহরের আরএসপি ও কোড লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে তথ্য পেতে পারেন। এ ছাড়া এইচপিসিএল গ্রাহকরা এইচপিপ্রাইস ও তাদের শহরের কোড লিখে 9222201122 নম্বরে পাঠিয়ে দাম জানতে পারবেন।

Advertisements