সোশ্যাল মিডিয়ার জমানায় কতো কিছুই না আলোচনার বিষয় বস্তু হয়ে উঠে। মাঝে মধ্যে এমন কিছু বিষয় আলোচনায় থাকে যা রীতিমতো চাঞ্চল্যকর। এই যেমন সম্প্রতি দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার নাকি ২৩৯ টাকার Phone Recharge করে দিচ্ছে বিনামূল্যে! এমন খবর পেলে কে না খুশি হবে বলুন। কিন্তু খুশি হওয়ার আগে ব্যাপারটা আরও একটু তলিয়ে দেখে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপগুলিতে রিচার্জ সংক্রান্ত এই মেসেজ সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া মেসেজে দাবি করা হচ্ছে যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের প্রত্যেক ফোন ব্যবহারকারীকে বিনামূল্যে ২৩৯ টাকার রিচার্জ করে দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। ২৩৯ টাকার এই রিচার্জের মেয়াদ ২৮ দিনের।
আপনারা অনেকেই জানেন যে WhatsApp বা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সব মেসেজকে একেবারে বিশ্বাস করতে নেই। সত্যতা যাচাই করে নেওয়া জরুরি। এমনও দাবি করা হচ্ছে যে ২০২৪ সালে আসন্ন লোকসভা নির্বাচনের এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভাইরাল মেসেজটির সঙ্গে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে ফ্রি রিচার্জ পাওয়ার জন্য লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
পাবলিক ইনফরমেশন ব্যুরো (PIB) এই মেসেজের সত্যতা যাচাই করেছে। পিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাল হওয়া এই মেসেজটি একেবারেই ভুয়া। মাইক্রোব্লগিং সাইট টুইটারে পিআইবি ফ্যাক্ট চেক করে এই তথ্য প্রকাশ্যে এনেছে। সরকারের পক্ষ থেকে এরূপ কোনো ফ্রি মোবাইল রিচার্জ অফার বা মেসেজ করা হয়নি।
दावा : प्रधानमंत्री नरेंद्र मोदी द्वारा सभी भारतीय यूजर्स को ₹239 का 28 दिन वाला रिचार्ज फ्री में दिया जा रहा है #PIBFactCheck
◼️ यह दावा फर्जी है
◼️ भारत सरकार द्वारा यह फ्री रिचार्ज योजना नहीं चलाई जा रही
◼️ यह धोखाधड़ी का एक प्रयास है pic.twitter.com/aGk9u4LJEU— PIB Fact Check (@PIBFactCheck) May 3, 2023
পিআইবি টুইটারে এর একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার কোনও বিনামূল্যে মোবাইল রিচার্জ দিচ্ছে না। এরপর পদক্ষেপ হিসেবে পিআইবি তাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডি শেয়ার করেছে, যাতে ব্যবহারকারীরা ভুয়া বার্তা সম্পর্কে অভিযোগ করতে পারবেন।